বিরতিহীনভাবে পড়বেন না
পড়াশোনার মাঝে মাঝে বিরতি নিয়ে পড়া ভালো। এতে করে আপনার মন প্রফুল্ল থাকবে। বিরতি না নিলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন।
কফি, চা পান করবেন না
অনেকে মনোযোগ বৃদ্ধির জন্য অতিরিক্ত কফি, চা পান করে থাকেন। সাধারণ সময়ে এতে কোনও সমস্যা নেই। কিন্তু পরীক্ষার আগের দিন এমনটা করলে আপনার শরীরের ক্ষতি হতে পারে। পরীক্ষার আগের দিন আপনার যতটা সম্ভব শান্ত ও রিল্যাক্স থাকা উচিত।
ছোট ছোট নোট তৈরি করুন
পরীক্ষার আগের দিন নতুন বিষয় পড়ার চেয়ে আগে যেগুলো পড়েছেন সেগুলো থেকে ছোট ছোট নোট তৈরি করা ভালো। এতে করে বিষয়গুলো ভালোভাবে মনে থাকবে।