
রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC)-তে হবে নিয়োগ। অভিজ্ঞ পেশাদার লোক নিয়োগ করবে NTPC। সংস্থার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া।
শূন্যপদ
রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC)-তে হবে নিয়োগ। মোট শূন্যপদ চারটে। নিয়োগ হবে একজিকিউটিভ পদে। সংস্থার ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট বিভাগে হবে নিয়োগ। প্রথমে তিন বছর সংস্থায় কাজ করতে পারবেন নিযুক্তরা। এরপর সংস্থার প্রয়োজনে ও কর্মদক্ষতার ভিত্তিতে বাড়বে কাজের মেয়াদ। কাজের মেয়াদ বাড়তে পারে আরও ২ বছর।
বেতন
রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC)-তে হবে নিয়োগ। নিয়োগ হবে একজিকিউটিভ পদে। এই পদে আবেদনের বয়সের সীমা আছে। আপনার বয়স ৪০ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য আছে বয়সের ছাড়। নিযুক্তরা প্রতি মাসে প্রায় ৯০ হাজার টাকা করে পারিশ্রমিক পাবেন। এরই সঙ্গে মিলবে অন্যান্য সুযোগ।
যোগ্যতা
এবার নিয়োগ হবে একজিকিউটিভ পদে। এই পদে আবেদন করতে হলে থাকতে হবে নির্দিষ্ট যোগ্যতা। প্রার্থীদের ইঞ্জিনিয়ারং-র যে কোনও বিষয় বিই বা বিটেক-র ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে। যাঁদের এনার্জি ম্যানেজমেন্ট পিজিডিএম বা এমবিএ-তে ৬৫ শতাংশ নম্বর রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদে। এছাড়াও প্রয়োজন চার বছরের পেশাগত অভিজ্ঞতার।
আবেদন পদ্ধতি
শীঘ্রই রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC)-তে হবে নিয়োগ। প্রার্থীরা এই রাজে আগ্রহী হলে সবার আগে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। আপনার সকল নথি সহ আবেদন করতে পারেন। প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি থেকে দেখে নিন বিস্তারিত।
আবেদনমূল্য বাবদ জমা জমা দিতে হবে ৫০০ টাকা। সংরক্ষিতদের দিতে হবে কম টাকা। আবেদনের শেষ দিন ২ ডিসেম্বর। তাই কাজে আগ্রহী হলে আজই আবেদন করুন। বর্তমানে চলছে নিয়োগ পদ্ধতি।