স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে কর্মী নিয়োগ, শূন্যপদ ১০৩, জেনে নিন কীভাবে আবেদন করবেন

Published : Oct 29, 2025, 10:02 AM ISTUpdated : Oct 29, 2025, 10:04 AM IST
Indian Bank Apprentice Recruitment 2025

সংক্ষিপ্ত

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) ১০৩টি স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ১৭ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে ব্যাঙ্কে। সদ্য প্রকাশ্যে এল এমন তথ্য। একাধিক শূন্যপদে হবে নিয়োগ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-তে কর্মী নিয়োগ। এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। জানা গিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে হবে কর্মী নিয়োগ। এজন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন।

শূন্যপদ

শীঘ্রই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এ হবে নিয়োগ। ব্যাঙ্ক স্পেশালিস্ট ক্যাডার অফিসার স্তরে হবে নিয়োগ। এবার নিয়োগ হবে হেড, জোনাল হেড, রিজিয়োনাল হেড, রিলেশনশিপ ম্যানেজার-টিম লিড, ইনভেস্টমেন্ট স্পেশ্যালিটি, ইনভেস্টমেন্ট অফিসার, প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার এবং সেন্ট্রাল রিসার্চ টিম (সাপোর্ট)। মোট শূন্যপদ ১০৩। নিযুক্তেরা কলকাতা, নয়া দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু-সহ অন্য শহরে কাজের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের মেয়াদ পাঁচ বছর। পরে এই চুক্তির মেয়াদ বাড়বে আরও চার বছর।

বেতন

নিযুক্তের বার্ষিক বেতনের পরিমাণ ২০ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১ কোটি ৩৫ লক্ষ টাকা পর্যন্ত।

বয়সের সীমা

বিভিন্ন পদে আবেদনের বয়সের সীমা আছে। ২৫ থেকে ৩৫ বছর থেকে শুরু করে সর্বাধিক ৫০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা বয়সের মাপকাঠি আছে। বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। এই সমস্ত পদে নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রার্থীদের জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য ৭৫০ টাকা। এক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তেরা। আগামী ১৭ নভেম্বর আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানাতে ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য
Education News: চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে ডঃ ভি. কে. রাইকে নিয়োগ করল আইআইএম কলকাতা ইনোভেশন পার্ক