Job Vacancy: মাসিক ৫৫ হাজার টাকা বেতনে আকর্ষণীয় চাকরির সুযোগ, জানুন আবেদনের যোগ্যতা

Published : May 04, 2025, 09:14 AM IST
Job vacancy

সংক্ষিপ্ত

Government Job News: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। যারা সরকারি চাকরির খোঁজ করছেন তাঁদের জন্য দারুন সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন।   

Government Job News: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। যারা সরকারি চাকরির খোঁজ করছেন তাঁদের জন্য দারুন সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন বা ওয়েস্ট বেঙ্গল ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশন (WBERC)। জানা গিয়েছে, য়েস্ট বেঙ্গল ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশনের বিভিন্ন পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ (Job News) করা হবে। যে সমস্ত প্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক তারা অনলাইন অথবা অফলাইনে সরাসরি আবেদন জানাতে পারবেন (WB Government job)।

ওয়েস্ট বেঙ্গল ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশনের প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। এখানে শূন্য পদ রয়েছে তিনটি। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, এই সংস্থায় চুক্তি ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে ছয় মাসের জন্য। তবে যোগ্যতার ভিত্তিতে পরে চুক্তির মেয়াদ বাড়তে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, সংশ্লিষ্ট পদে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে এবং বেতন পরিকাঠামো হবে ৫৫,০০০ টাকা। আবেদনের জন্য কোন কোন যোগ্যতা লাগবে?

আবেদনকারীকে যেকোনও এআইসিটিই (AICTE) স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কোনও বিষয়ে স্নাতক হতে হবে। একই সঙ্গে বিদ্যুৎক্ষেত্রে বা অন্য সরকার বা সরকার অধীনস্থ ক্ষেত্রে এক বছর কাজের অভিজ্ঞতা থাকাও জরুরি। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া হয়েছে।

শুধুতাই নয়, আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় বা মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ তারিখ ১৪ মে। নিয়োগের শর্তাবলি জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের ব্যারাকপুরের কার্যালয়ে কর্মী নিয়োগ চলছে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমে প্রফেশনাল পদের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। সংশ্লিষ্ট কাজের জন্য এক জন কর্মী প্রয়োজন।

কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্রের আঞ্চলিক কার্যালয়ের নাম হল- সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। ওই কার্যালয়ের একটি গবেষণা প্রকল্পের জন্য ইয়ং প্রফেশনাল প্রয়োজন। প্রকল্পের নাম, ‘স্কেলিং আপ কেজ কালচার অফ হাই ভ্যালু বাটার ক্যাটফিস (ওম্পক বাইমাকুলাটাস) আ সাস্টেনেবল অ্যাপ্রোচ টু প্রফিটেবিলিটি। কীভাবে আবেদন করবেন এবং কী কী যোগ্যতা জানতে সংস্থার ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

কলকাতা মেট্রোরেলে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই করতে পারবেন আবেদন, রইল বিস্তারিত
WBSSC Recruitment 2025: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে অষ্টম পাশেও করবে নিয়োগ, আজই আবেদন করুন