২,৪২৩ টি শূন্যপদে নিয়োগ, নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন, প্রকাশ্যে নয়া বিজ্ঞপ্তি

Published : Jun 04, 2025, 10:01 AM IST
Job Opportunity

সংক্ষিপ্ত

স্টাফ সিলেকশন কমিশন ২,৪২৩ টি শূন্যপদে নিয়োগ দিচ্ছে। দশম, দ্বাদশ এবং স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন পদে। ২ জুন থেকে অনলাইনে আবেদন শুরু।

ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। নিয়োগ হবে সরকারি ক্ষেত্রে। নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। এবার নিয়োগ হবে বিপুল পরিমাণে। প্রায় ২,৪২৩ টি শূন্যপদে হবে নিয়োগ। সরকারি বিভিন্ন দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি এসেছে প্রকাশ্যে। সোমবার ২ জুন থেকেই অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

যোগ্যতা ও শূন্যপদ

চলতি বছরের নিয়োগ পরীক্ষার মাধ্যমে মোট ২,৪২৩ টি শূন্যপদে হবে কর্মী নিয়োগ। এবার দশম, দ্বাদশ উত্তীর্ণ এবং স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারেন। আবেদন করতে পারবেন একাধিক পদের জন্য। নিয়োগ হবে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের মতো বিভিন্ন পদে।

নিয়োগ পদ্ধতি

কম্পিউটার নির্ভর পরীক্ষার মাধ্যমে হবে নিয়োগ। বিভিন্ন পদে চাকরির জন্য আবেদন করতে হলে দশম, দ্বাদশ উত্তীর্ণ এবং স্নাতক উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা হবে ২৪ জুলাই থেকে ৪ অগস্টের মধ্যে।

বয়সের সীমা

পদ ভিত্তিতে আবেদনকারীদের বয়সের সীমা নির্ধারন করা হয়েছে। ১৮ বছর থেকে ২৫ বছর অথবা ১৮ থেকে ৪২ বছরের মধ্যে আবেদন করতে পারবেন। এই সকল পদে আবেদনের জন্য অন্তত দশম উত্তীর্ণ হতে হবে।

আবেদন পদ্ধতি

এর জন্য আগ্রহীদের এসএসসি-র ওয়েব সাইটে যেতে হবে। সেখানে http://ssc.gov.in/ এ গিয়ে আবেদন করুন। সেখানে আপনার সকল নথি সাবমিট করতে হবে আবেদন পত্রের সঙ্গে। এই পদে আবেদন করতে হলে ১০০ টাকা জমা দিতে হবে। আবেদনমূল্য জমা দেওয়ার শেষ দিন আগামী ২৪ জুন। বাকি জানতে পারবেন অনলাইনে।

শীঘ্রই হবে নিয়োগ। এবার নিয়োগ হবে ২,৪২৩ টি শূন্যপদে। স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে হবে নিয়োগ। নিয়োগ হবে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের মতো বিভিন্ন পদে। এই সকল পদে কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করতে পারেন। ঘরে বসে অনলাইনে করে যাবে আবেদন। তাই এই পদে চাকরিতে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য