উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগ, দেখে নিন কারা আবেদনযোগ্য, কোন বিষয়ের শিক্ষক নিয়োগ হবে

Published : Jan 09, 2025, 09:52 AM IST
Teachers-Day-2024-inspirational-story-of-pahadi-korwa-mamta

সংক্ষিপ্ত

ভুটানের উচ্চ মাধ্যমিক স্কুলে গণিত, রসায়ন এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বেতন ১,৪০,০০০ টাকা।

বছরের শুরুতে সুখবর। সুখবর এল চাকরি প্রার্থীদের জন্য। এবার একাধিক পদে হবে নিয়োগ। চাকরি মিলবে শিক্ষকতার। উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষক নেবে সরকার। এই মর্মে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অধীনস্থ সংস্থা এডুকেশনাল কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের তরফে বিজ্ঞপ্তি জারি হয়েছে। নিয়োগ হবে ভুটানের উচ্চ মাধ্যমিক স্কুলে। প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণিত, রসায়ন এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে পঠনপাঠনের জন্য শিক্ষক নিয়োগ করা হবে।

শিক্ষক যোগ্যতা

গণিত, রসায়ন এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে পঠনপাঠনের জন্য শিক্ষক নিয়োগ করা হবে। নিয়োগ হবে ভুটানের উচ্চ মাধ্যমিক স্কুলে। প্রাথমিক ভাবে দু বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। পরবর্তীতে কাজের ভিত্তিতে বাড়বে কাজের মেয়াদ। উল্লিখিত পদে এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে যাঁদের গণিত, রসায়ন এবং কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে স্নাতকোত্তর যোগ্যতা এবং ব্যাচেলর অফ এডুকেশন (বিএড) ডিগ্রি রয়েছে। আপনি যোগ্য হলে দেরি না করে আবেদন করুন। তেমনই প্রার্থীদের অন্তত পাঁচ বছর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষকতার অভিজ্ঞতা থাকা আবশ্যক। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনার অভিজ্ঞতাসম্পন্নরাও আবেদনের সুযোগ পাবেন। তবে, এক্ষেত্রে শিক্ষকদের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। তেমনই ইংরেজিতে সাবলীল হতে হবে।

বয়সের সীমা

শীঘ্রই শিক্ষক নিয়োগ হবে ভুটানের উচ্চ মাধ্যমিক স্কুলে। গণিত, রসায়ন এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে। এই মর্মে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। অনূর্ধ্ব ৫৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।

বেতন

৩১ টি পদে হবে শিক্ষক নিয়োগ। গণিত, রসায়ন এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে শিক্ষক নেওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অধীনস্থ সংস্থা এডুকেশনাল কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের তরফে বিজ্ঞপ্তি জারি হয়েছে। জানা গিয়েছে, শিক্ষকদের জন্য ১,৪০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। ভুটান সরকারের তরফে নিযুক্তদের বিষয় তত্ত্বাবধান করা হবে। চাহিলা অনুসারে, ওই দেশের বিভিন্ন অঞ্চলে পোস্টং দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে পারেন অনলাইনে। এটি করতে প্রয়োজন বৈধ ইমেন আইড ও ফোন নম্বর। সাক্ষাৎকারের জন্য যেতে হবে ভুটানে। শুধু যাত্রীর যাওয়া আসার দায়ভার নেবে দেশ। আগ্রহীদের পাসপোর্ট থাকা দরকরা। আবেদন করতে হবে অনলাইনে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অধীনস্থ সংস্থা এডুকেশনাল কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের ওয়েব সাইটে যান। সেখানে বিজ্ঞাপনটি দেখতে পারেন। সেখান থেকে আবেদন করতে পারবেন।

 

PREV
click me!

Recommended Stories

WBSSC Recruitment 2025: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে অষ্টম পাশেও করবে নিয়োগ, আজই আবেদন করুন
জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে