ইউকো ব্যাঙ্কে কর্মী নিয়োগ, ৬৮টি পদে হবে নিয়োগ, দেখে নিন কারা আবেদন যোগ্য

Published : Jan 01, 2025, 09:19 AM IST
UCO Bank Recruitment 2024 Notification Released

সংক্ষিপ্ত

ইউকো ব্যাঙ্কে বিভিন্ন পদে ৬৮ জনকে নিয়োগ করা হবে। ইকনমিস্ট, ফায়ার সেফটি অফিসার, সিকিউরিটি অফিসার সহ একাধিক পদে নিয়োগ হবে। আবেদনের শেষ তারিখ ২০ জানুয়ারি।

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। বছর শুরুতে এল চাকরির খবর। এবার নিয়োগ হবে ব্যাঙ্কিং সেক্টরে। নতুন বছরে লোক নেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইউকো ব্যাঙ্ক। সেখানে স্পেশ্যালিস্ট অফিসার হবে হবে নিয়োগ। সদ্য প্রকাশ্যে এল এমন বিজ্ঞপ্তি। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইউকো ব্যাঙ্কে আছে একাধিক শূন্যপদ। এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি।

শূন্যপদ

শীঘ্রই কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইউকো ব্যাঙ্ক। একাধিক শূন্যপদে হবে নিয়োগ। নিয়োগ হবে ইকনমিস্ট, ফায়ার সেফটি অফিসার, সিকিউরিটি অফিসার, রিক্স অফিসার, আইটি অফিসার এবং চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট পদে। সব মিলিয়ে শূন্যপদ মাত্র ৬৮টি। বিভিন্ন পদে নিযুক্তদের প্রথম দু বছর প্রবেশন পদে রাখা হবে।

বয়সের সীমা

ইকনমিস্ট, ফায়ার সেফটি অফিসার, সিকিউরিটি অফিসার, রিক্স অফিসার, আইটি অফিসার এবং চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইউকো ব্যাঙ্ক। এই সকল পদের জন্য আলাদা আলাদা বয়সের সীমা আছে। ইকনমিস্ট, ফায়ার সেফটি অফিসার পদে আবেদন করতে প্রার্থীদের বয়স যথাক্রমে ২১ থেকে ৩০ এবং ২২ থেকে ৩৫ বছর হতে হবে। বাকি পদ অর্থাৎ রিক্স অফিসার, আইটি অফিসার এবং চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদন করতে প্রার্থীর বয়স ২৫ থেকে ৩৫-র মধ্যে থাকতে হবে।

বেতন

প্রকাশ্যে এসেছে বেতনের হিসেব। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইউকো ব্যাঙ্ক-এ বিভিন্ন পদে হবে নিয়োগ। এই সকল পদের বেতন ভিন্ন। ইকনমিস্ট, ফায়ার সেফটি অফিসার, সিকিউরিটি অফিসার পদে বেতন হবে ৪৮, ৪৮০ থেকে ৮৫, ৯২০ টাকা। অন্যান্য পদ রিক্স অফিসার, আইটি অফিসার এবং চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট পদে বেতন হবে ৬৪,৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা।

যোগ্যতা

এই সকল পদে আবেদনের বিভিন্ন যোগ্যতা আছে। ইকনমিস্ট পদের জন্য প্রার্থীদের কোনও ইকনমিক্স/ ইকনমেট্রিক্স / বিজনেজ ইকনমিক্স/ মনিটারি ইকনমিক্স বা সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। অন্য পদগুলোর জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে।

পরীক্ষা পদ্ধতি

অনলাইন পরীক্ষা বা স্ক্রিনিং টেস্ট বা ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। এর জন্য আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত ও অসংরক্ষিতদের জন্য ১০০ এবং ৬০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ২০ জানুয়ারি।

 

PREV
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য