
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে আকারবাণীতে। প্রসার ভারতীর তরফে হবে নিয়োগ। দিল্লিতর দফতরে ১৪টি বিভাগে নেওয়া হবে কর্মী। মোট শূন্যপদ ১০৭টি।
কোন কোন পদে চাকরি?
সাংবাদিকতা নিয়ে যারা পাশ করেছেন তারা এবার পাবেন চাকরির সুযোগ। একাধিক হবে নিয়োগ হবে প্রসার ভারতীর তরফে। দিল্লিতর দফতরে হবে নিয়োগ। মোট শূন্যপদ ১০৭টি। নিয়োগ হবে রিপোর্টার, নিউজ রিডার-কাম-ট্রান্সলেটর, নিউজ রিডার, গেস্ট কো অর্ডিনেটর, এডিটোরিয়াল এগজিকিউটিভ, কপি এডিটর এবং অ্যাসস্ট্যান্ট অডিও ভিস্যুয়াল এডিটর পদে।
বয়সের সীমা
নিউজ রিডার-কাম-ট্রান্সলেটর, নিউজ রিডার, গেস্ট কো অর্ডিনেটর -সহ একাধিক পদে হবে নিয়োগ। নিয়োগ হবে ১৪টি বিভাগে। এই সকল পদে আবেদন করতে হলে বয়সের যোগ্যতা হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন
এবার দিল্লিতর দফতরে ১৪টি বিভাগে নেওয়া হবে কর্মী। মোট শূন্যপদ ১০৭টি। নিয়োগ হবে একাধিক পদে। এই সকল পদের বেতন ভিন্ন। প্রতি মাসে ৩০ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পারিশ্রমিক পাবেন কর্মীরা।
যোগ্যতা
আকাশবাণীতে নিয়োগ হবে রিপোর্টার, নিউজ রিডার-কাম-ট্রান্সলেটর, নিউজ রিডার, গেস্ট কো অর্ডিনেটর, এডিটোরিয়াল এগজিকিউটিভ, কপি এডিটর এবং অ্যাসস্ট্যান্ট অডিও ভিস্যুয়াল এডিটর পদে। এই সকল পদে আবেদনের জন্য নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে। সংবাদপত্র, সংবাদমাধ্যম, টিভি বা রেডিও চ্যানেলে সংবাদ সম্পাদনার কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। তেমনই আবেদনকারীকে হিন্দি, ইংরেজি, উর্দু ভাষায় সাবলীল হতে হবে। এছাড়াও গণজ্ঞাপন ও সাংবাদিকতা নিয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। কিংবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলেও আবেদন করতে পারেন। তেমনই রিপোর্টার বিভাগে আবেদন করতে হলে ক্রীড়া, আইন, ব্যবসা-বাণিজ্য নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি
এই সকল পদে নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিয়োগ করা হবে। তেমনই লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ-র মাধ্যমে হবে নিয়োগ। নয়া দিল্লির আকাশবাণীর দফতরে হবে নিয়োগ।
আবেদন পদ্ধতি
এই সকল পদে আবেদন করতে পারেন অনলাইনে। প্রসারভারতীর ওয়েবসাইট মারফত আবেদন করা যাবে। avedan.prasarbharati.org ওয়েবসাইটে যান। সেখানে গিয়ে আবেদন করুন। চাইলে অফলাইনেও আবেদন করতে পারবেন। ৩ সেপ্টেম্বর হল আবেদনের শেষ দিন।