
রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে (জিআরএসইএল) কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, সংস্থায় একজন অভিজ্ঞ পেশাদার নিয়োগ করা হবে। এই পদে কাজে আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন।
শূন্যপদ
রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে (জিআরএসইএল) নিয়োগের বিজ্ঞপ্তি এল প্রকাশ্যে। শূন্যপদ মাত্র একটি। সংস্থায় এক্সপার্ট স্পেশালিস্ট পদে হবে নিয়োগ। সংস্থায় পোর্টেবেল স্টিল ব্রিজ ম্যানেজমেন্ট বিভাগের জন্য হবে নিয়োগ। দু বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ হবে। এরপর শর্ত সাপেক্ষে বাড়বে কাজের মেয়াদ।
বয়সের সীমা
সংস্থায় পোর্টেবেল স্টিল ব্রিজ ম্যানেজমেন্ট বিভাগের জন্য হবে নিয়োগ। এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় এক্সপার্ট স্পেশালিস্ট পদে হবে নিয়োগ। এই পদে আবেদনের জন্য বয়সের উর্ধ্বসীমা ধার্য করা আছে। ৬৫ থেকে ৬৭-র মধ্য়ে যাদের বয়স তারাই আবেদন করতে পারেন। প্রতি মাসে মিলবে পারিশ্রমিক।
যোগ্যতা
এক্সপার্ট স্পেশালিস্ট পদে আবেদনের জন্য থাকতে হবে নির্দিষ্ট বয়সের সীমা। সিভিল বা ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক উত্তীর্ণ হতে হবে। সঙ্গে অন্তত ২২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবেই আবেদন করতে পারেন এই সংস্থায় কাজের জন্য। শুরু হয়ে গিয়েছে আবেদন পদ্ধতি। এই পদে কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করতে পারেন এই পদের জন্য।
আবেদন পদ্ধতি
রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে (জিআরএসইএল) - এ কাজের জন্য আবেদন করতে পারেন অনলাইনে। আগ্রহীরা সংস্থার ওয়েব সাইটে গিয়ে সমস্ত নথি সহ আবেদন করুন। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা আছে। ৫৯০ টাকা করে দিতে হবে আবেদনমূল্য। তেমনই আগামী ১২ অগস্ট অনলাইনে আবেদনের শেষ দিন। এরপর ইন্টারভিউ-র মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। নিয়োগ সংক্রান্ত আছে অন্যান্য শর্তাবলী। যা উল্লেখ করা আছে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তিতে। তাই এই পদে কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন।