Madhyamik Exam 2025: মাধ্যমিকের ফর্ম ফিলাপের নিয়মে বড় বদল, জানুন কী করে অনলাইনে পুরণ করবেন ফর্ম

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। চলতি মাসেই অনলাইনে ফর্ম ফিলাপ করার কথা ছিল।

 

মাধ্যমিক পরীক্ষার নিয়মের বড় বদল। এবার থেকে আর অফলাইনে নয়, অনলাইনে ফর্মফিলাপ করতে হবে মাধ্যমিক পরীক্ষার্থীদের। এতদিন পর্যন্ত অফলাইনেই ফর্ম ফিলাপ করতে হত। এবার থেকে অনলাইনে হবে সেই ফর্মফিলাপ। ইতিমধ্যেই সেই নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

মাধ্যমিক পরীক্ষার নিয়ম বদলঃ

Latest Videos

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। চলতি মাসেই অনলাইনে ফর্ম ফিলাপ করার কথা ছিল। সেই নিয়মেই এবার বড়সড় বদল আনম মধ্যশিক্ষা পর্যদ। ইতিমধ্যেই সেই মর্মে নির্দেশিকা জারি করেছে পর্ষদ।

মধ্যশিক্ষা পর্ষদের নতুন নির্দেশিকা

মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, যেসব পড়ুয়া ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় বসতে চায় তাদের সম্পূর্ণভাবে অনলাইনে মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপ করতে হবে। আগামী ২ ডিসেম্বর বেলা ১১টা থেকে অনলাইনে ফর্ম ফিলাপ করা যাবে। ১৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ফর্ম ফিলাপ করা যাবে।

ফর্ম ফিলাপের ওয়েবসাইট-

ফর্ম ফিলাপের জন্য যেতে হবে www.wbbsedata.com । সেখানে দিয়েই নির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী ফর্ম ফিলাপ করতে হবে। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সঠিকভাবে ফর্ম ফিলাপ করতে হবে। প্রয়োজনে শিক্ষকদের সাহায্য নেওয়া যাবে।

এবার থেকে আর ক্যাম্প অফিস থেকে মাধ্যমিকের ফর্ম বিলি করা হবে না পর্ষদ জানিয়েছে, ১১, ১২, নভেম্বর ও ১২. ১৩ নভেম্বর ক্যাম্প অফিস থেকে সংক্রান্ত কাজ হচ্ছে না। যদিও পর্ষদ জানিয়েছে, একটি ক্যাম্প অফিস খোলা হবে। সেটি ২০ ও ২১ ডিসেম্বর থাকবে। নবম শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে। একইসঙ্গে অনলাইনে ফর্ম পূরণের পর একটি হার্ড কপি দেওয়া হবে। যাচাইকরণ এবং রেকর্ডের জন্য কোনও মাধ্যমিক পরীক্ষার্থীর (২০২৫) যদি নথি জমা দেওয়ার প্রয়োজন হয়, তাও সংশ্লিষ্ট দিনগুলির মধ্যে জমা দিতে হবে স্কুলগুলিকে। এই সংক্রান্ত কাজের জন্য ক্যাম্প অফিসে উপস্থিত থাকতে হবে স্কুলের প্রতিনিধিকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু