রাজ্যের ১৭টি ব্যাঙ্কে কর্মী নিয়োগ, দেখে নিন কারা আবেদনযোগ্য, শূন্যপদ কয়টি?

Published : Feb 06, 2025, 09:46 AM IST
Bank

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশন (WBCSC) রাজ্যের ১৭ টি ব্যাঙ্কে বিভিন্ন পদে প্রায় ১০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে। আগ্রহী প্রার্থীরা ১ মার্চ ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন।

রাজ্যের একাধিক ব্যাঙ্কের হবে কর্মী নিয়োগ। এই নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশন (ডব্লিউবিসিএসসি)। নিয়োগ হবে বিভিন্ন পদে। সদ্য প্রকাশ্যে এসেছে এমনই এক বিজ্ঞপ্তি। রয়েছে প্রায় ১০০-র কাছে শূন্যপদ।

শূন্যপদ

রাজ্যের ১৭টি ব্যাঙ্কে কর্মী নিয়োগ হবে। নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশন। একাধিক পদে হবে নিয়োগ। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড সুপারভাইজার, অফিস অ্যাসিস্ট্যান্ট, সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজার, সিনিয়র সেলসম্যান/ সেলসগার্ল, ক্লার্ক কাম ক্যাশিয়ার, সেলস কাম জেনালের অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট,প্রুফরিডার, অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ডেয়ারি ওয়ার্কার, ফিল্ড রিপ্রেজেন্টেটিভ ফর মার্কেটিং, এমআইএস অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র সুপারভাউজার (প্লান্ট) পদে হবে নিয়োগ। মোট শূন্যপদ ৯২টি। এই সকল পদে মোট ১৭টি ব্যাঙ্কে কাজের সুযোগ মিলবে। এর মধ্যে আছে খড়দহ, বর্ধমান, ঝাড়গ্রাম সমবায় ব্যাঙ্ক।

বয়সের সীমা

রাজ্যের ১৭টি ব্যাঙ্কে কর্মী নিয়োগ। বিভিন্ন পদে নেওয়া হবে কর্মী। এই সকল পদে আবেদনের জন্য বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আছে ছাড়।

বেতন

রাজ্যের ১৭টি ব্যাঙ্কে কর্মী নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশন (ডব্লিউবিসিএসসি)। ৯,৯৫৬ টাকা থেকে শুরু করে ৩৭, ০৪১ টাকা হবে বেতন।

যোগ্যতা

ফিল্ড সুপারভাইজার/ অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। তেমনই কম্পিউটার চালাতে জানতে হবে।

নিয়োগ পদ্ধতি

আগামী ১ মার্চ আবেদনের শেষ দিন। এর পরে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি), লিখিত পরীক্ষা, কম্পিউটার চালনার দক্ষতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সমস্ত পদে নিয়োগ হবে। সদ্য প্রকাশ্যে এসেছে নিয়োগের বিজ্ঞপ্তি। সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন।

 

PREV
click me!

Recommended Stories

WBSSC Recruitment 2025: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে অষ্টম পাশেও করবে নিয়োগ, আজই আবেদন করুন
জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে