আগামী বছর জয়েন্ট এন্ট্রান্স কবে? জানিয়ে দিল বোর্ড, সেইসঙ্গে নজর রাখতে হবে ওয়েবসাইটেও

Published : Dec 13, 2024, 07:18 PM IST
CBSE board exams 2025 Class 10 Datesheet Released

সংক্ষিপ্ত

আগামী বছর পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা করে দিল বোর্ড। 

আগামী বছর পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা করে দিল বোর্ড। শুক্রবার, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সেই দিনক্ষণ।

আগামী ২০২৫ সালের ২৭ এপ্রিল, রবিবার হবে সেই পরীক্ষা। দ্বাদশ শ্রেণির পর ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি এবং আর্কিটেকচার, এই তিনটি কোর্সে ভর্তির জন্য নেওয়া হবে এই প্রবেশিকা পরীক্ষা।

পরীক্ষার্থীদের আবেদন করতে হবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। সেগুলি হল www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in।

দ্বাদশ শ্রেণির পর, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, কৃষি, ফার্মাসি এবং আর্কিটেকচার সহ একাধিক বিষয়ে চার বছরের জন্য কোর্সে ভর্তি হতে পারেন ছাত্রছাত্রীরা।

আর প্রতি বছর এই পরীক্ষার পর মেধাতালিকা বেরোয় এবং কাউন্সেলিংয়ের ভিত্তিতে বিভিন্ন কলেজে নানা বিষয়ে ভর্তি হতে পারেন পড়ুয়ারা। আগামী ২০২৫ সালে এই পরীক্ষা হবে ২৭ এপ্রিল, রবিবার। শুক্রবার, এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

তবে কবে থেকে পরীক্ষার্থীরা আবেদন জানাবেন এবং আবেদনের শেষ তারিখ কবে, এই সমস্ত তথ্য পাওয়া যাবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে।

সাধারণত উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া থেকে ফলপ্রকাশের মধ্যবর্তী সময়ে এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে থাকে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কিন্তু এই সময়ের মধ্যে অবশ্য ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সর্বভারতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষাগুলিও থাকে। তাই একই দিনে যাতে দুটি পরীক্ষা না পড়ে যায়, পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবে সেদিকেও নজর রাখতে হয় পশ্চিমবঙ্গ জয়েন্ট বোর্ডকে।

ফলে, দিনটিকে সেইভাবে ঠিক করা হয়। তবে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে, আপাতত দিন ঘোষণা করা হল। বাকি তথ্য সময়মতো ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীদের নির্দিষ্ট ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য