
পুজোর মরশুমে চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে। সম্প্রত সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা গিয়েছে, নিযুক্তদের নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির অধীনে কাজ করতে হবে। এর জন্য ৩ অক্টোবর অর্থাৎ আজ থেকে অনলাইনে আবেদন করতে পারেন।
শূন্যপদ
ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে-র তরফে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), সাব- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল), অ্যাকাউন্ট্যান্ট, স্যানিটারি ইনস্পেক্টর, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাসেসমেন্ট ইনস্পেক্টর, স্টোর কিপার, সার্ভেয়ার এবং ড্রাফটসম্যান পদে হবে নিয়োগ। শূন্যপদ রয়েছে ১৫ টি।
বয়সের সীমা
এবার প্রায় ১৫টি পদে হবে নিয়োগ। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে-র তরফে নিয়োগ হবে। অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। নিযুক্তদের বেতন হবে রোপা, ২০১৯-র চতুর্দশ বেতনক্রম অনুযায়ী। পদ অনুসারে, বেতন কাঠামো হবে মাসে ২৮,৯০০ থেকে ৭৪,৫০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৫৬,১০০ থেকে ১,৪৪,৩০০ টাকা।
যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), সাব- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল), অ্যাকাউন্ট্যান্ট-সহ নানান পদে হবে নিয়োগ। সে কারণে সকল পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা নির্ধারিত করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে আবেদন করতে হলে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-র ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে।
আবেদন মূল্য
আগ্রহীদের কমিশনের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি সব আবেদন করতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের আবেদনমূল্য বাবদ ৫০ টাকা এবং ২০০ টাকা জমা দিতে হবে। আগামী ৩১ অক্টোবর আবেদনের শেষ দিন। লিখিত পরীক্ষা এবং পার্সোন্যালিটি টেস্টের মাধ্যমে মূল্যায়ন করে সমস্ত পদে কর্মী নিয়োগ হবে। যোগ্যতার বাকি মাপকাঠি জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।