BCPL Recruitment 2021- মেগা রিক্রুটমেন্ট করবে ব্রক্ষ্মপুত্র ক্র্যাকার এবং পলিমার লিমিটেড, কীভাবে আবেদন করবেন

আগ্রহীরা ব্রক্ষ্মপুত্র ক্র্যাকার এবং পলিমার লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 

Web Desk - ANB | Published : Dec 8, 2021 5:15 AM IST

শতাব্দী কর, প্রতিবেদক- চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর! মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল ব্রক্ষ্মপুত্র ক্র্যাকার এবং পলিমার লিমিটেড (Brahmaputra Cracker and Polymer Limited)। ব্রক্ষ্মপুত্র ক্র্যাকার এবং পলিমার লিমিটেডের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অ্যাপ্রেন্টিস (Apprentice) এবং অন্যান্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা ব্রক্ষ্মপুত্র ক্র্যাকার এবং পলিমার লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
BCPL Recruitment 2021: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ২০ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
BCPL Recruitment 2021: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ব্রক্ষ্মপুত্র ক্র্যাকার এবং পলিমার লিমিটেড (Brahmaputra Cracker and Polymer Limited)
পদের নাম: অ্যাপ্রেন্টিস (Apprentice)
শূন্যপদের সংখ্যা: ১২১টি
শূন্যপদের বিবরণ: 
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (মেকানিক্যাল): ২০টি পদ
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (কেমিক্যাল): ২০টি পদ
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল): ১৫টি পদ
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইন্সট্রুমেনটেশন): ১৮টি পদ
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (টেলিকম): ৩টি পদ
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (কম্পিউটার সায়েন্স): ৩টি পদ
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (সিভিল): ৫টি পদ
টেকনিশিয়ান (ডিপ্লোমা হোল্ডার) অ্যাপ্রেন্টিস (মেকানিক্যাল): ৯টি পদ
টেকনিশিয়ান (ডিপ্লোমা হোল্ডার) অ্যাপ্রেন্টিস (কেমিক্যাল): ১০টি পদ
টেকনিশিয়ান (ডিপ্লোমা হোল্ডার) অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল): ৮টি পদ
টেকনিশিয়ান (ডিপ্লোমা হোল্ডার) অ্যাপ্রেন্টিস (মডার্ণ অফিস ম্যানেজমেন্ট): ১০টি পদ 
BCPL Recruitment 2021: বেতনক্রম
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিদের মাসিক ৯০০০ টাকা স্টাইপেন দেওয়া হবে এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের মাসিক ৮০০০ টাকা স্টাইপেন দেওয়া হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়েছে। অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং ১ বছরের জন্য করানো হবে। 
সরাসরি আবেদনের লিঙ্ক https://www.bcplonline.co.in/UploadFiles/Downloads/Apprentice%20Advt-%202021-2022.pdf 
BCPL Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
উল্লিখিত পদে ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে ডিগ্রি বা ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থীরাই কেবল মাত্র আবেদনের যোগ্য।
BCPL Recruitment 2021: আবেদন পদ্ধতি
প্রার্থীদের সবার প্রথমে অবশ্যই NATS পোর্টালে নিজেদের রেজিস্ট্রার করাতে হবে। তারপর প্রার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
BCPL Recruitment 2021: নির্বাচন পদ্ধতি 
অ্যাপ্রেন্টিসশিপে SC/ST/OBC এবং PwBD ক্যাটাগরির জন্য যোগ্যতা, উপবৃত্তি এবং সংরক্ষণের ব্যবস্থা করা আছে। প্রার্থীদের NATS পোর্টাল থেকে মেধার ভিত্তিতে বাছাই তালিকা তৈরি করা হবে, অর্থাৎ সংশ্লিষ্ট শাখায় ডিগ্রি/ডিপ্লোমাতে মোট নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।

আরও পড়ুন: BRO Recruitment 2021- মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল বর্ডার রোডস অর্গানাইজেশন, কীভাবে করবেন আবেদন

আরও পড়ুন: CISF Recruitment: সিআইএসএফ-এর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন কী করে শূন্যপদে আবেদন করবেন

আরও পড়ুন: WB SI Recruitment- পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি জানুন আবেদন করবেন কীভাবে

আরও পড়ুন: Central Coalfields Limited Apprentice Recruitment 2021- প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি, জেনে নিন বিস্তারিত

Share this article
click me!