BSF Recruitment 2021- মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল ডিরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স

আগ্রহীরা বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইট rectt.bsf.gov.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

Web Desk - ANB | Published : Dec 13, 2021 10:49 AM IST

শতাব্দী কর, প্রতিবেদক- সম্প্রতি মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল ডিরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স (Directorate General Border Security Force)। বর্ডার সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে গ্রুপ সি (Non Gazetted-Non Ministerial) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইট rectt.bsf.gov.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
BSF Recruitment 2021: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ২৯ ডিসেম্বর, ২০২১ তারিখ রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
BSF Recruitment 2021: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ডিরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স (Directorate General Border Security Force)
পদের নাম: গ্রুপ সি (Non Gazetted-Non Ministerial)
শূন্যপদের সংখ্যা: ৭২টি
শূন্যপদের বিবরণ:
এএসআই (ডিএম-III): ১টি পদ
এইচসি (কার্পেন্টার): ৪টি পদ
এইচসি (প্লাম্বার): ২টি পদ
কনস্টেবল (সিওয়ারম্যান): ২টি পদ
কনস্টেবল (জেনারেল অপারেটর): ২৪টি পদ
কনস্টেবল (জেনারেল মেকানিক): ২৮টি পদ
কনস্টেবল কনস্টেবল (লাইনম্যান): ১১টি পদ

BSF Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
এএসআই (ডিএম-III): দশম শ্রেণি বা সমযোগ্যতা সম্পন্ন পরীক্ষায় উত্তীর্ন হতে হবে। এছাড়াও ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা থাকতে হবে।
এইচসি (কার্পেন্টার),এইচসি (প্লাম্বার), কনস্টেবল (সিওয়ারম্যান), কনস্টেবল (জেনারেল অপারেটর), কনস্টেবল (জেনারেল মেকানিক), কনস্টেবল কনস্টেবল (লাইনম্যান): দশম শ্রেণি বা সমযোগ্যতা সম্পন্ন পরীক্ষায় উত্তীর্ন হতে হবে। নির্দিষ্ট শাখায় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের নির্দিষ্ট শাখার সঙ্গে যুক্ত কাজে অভিজ্ঞতা থাকা আবশ্যিক। 
প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা বিষয়ে আরও বিস্তারিত জানতে এই লিঙ্কটি http://rectt.bsf.gov.in/static/bsf/pdf/BSF%20Group-C%20Engineers%20Recruitment.pdf ব্যবহার করতে পারেন।
BSF Recruitment 2021: বয়সসীমা
২৯.১২.২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে তফসিলি জাতি ও উপজাতি ক্যাটাগরির প্রার্থীদের বয়সসীমায় ৫ বছরের, ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের বয়সসীমায় ৩ বছরের ছাড় দেওয়া হয়েছে।  
BSF Recruitment 2021: বেতনক্রম
এএসআই (ডিএম-III): ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা
এইচসি (কার্পেন্টার), এইচসি (প্লাম্বার):মাসিক ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা
কনস্টেবল (সিওয়ারম্যান), কনস্টেবল (জেনারেল অপারেটর), কনস্টেবল (জেনারেল মেকানিক), কনস্টেবল কনস্টেবল (লাইনম্যান): মাসিক ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা
BSF Recruitment 2021: কীভাবে আবেদন করবেন?
প্রার্থীদের অনলাইনেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীরা এই ওয়েবসাইট মারফৎ https://rectt.bsf.gov.in/ আবেদন করতে পারবেন। 
BSF Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষায় মোট ২ ঘন্টার সময় দেওয়া হবে। পরীক্ষার মোট নম্বর হবে ১০০।

আরও পড়ুন: Central Bank of India Recruitment 2021- মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া

আরও পড়ুন: TCG Crest-কলকাতায় তৈরি হবে আন্তর্জাতিকমানের গবেষণা কেন্দ্র,উদ্যোগী টিসিজি গোষ্ঠী

আরও পড়ুন: BRO Recruitment 2021- মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল বর্ডার রোডস অর্গানাইজেশন, কীভাবে করবেন আবেদন

আরও পড়ুন: CISF Recruitment: সিআইএসএফ-এর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন কী করে শূন্যপদে আবেদন করবেন

আরও পড়ুন: WB SI Recruitment- পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি জানুন আবেদন করবেন কীভাবে

Share this article
click me!