CISF Head Constable Recruitment 2022- কেদ্রীয় সরকারের হেড কনস্টেবল পদে মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ

আগ্রহীরা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইট cisfrectt.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

Web Desk - ANB | Published : Jan 2, 2022 9:16 AM IST

 

শতাব্দী কর, প্রতিবেদক- মেগা রিক্রুটমেন্টের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (Central Industrial Security Force)। সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে হেড কনস্টেবল (Head Constable) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইট cisfrectt.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

Latest Videos

 

CISF Head Constable Recruitment 2022: আবেদনের তারিখ

বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ৩১ মার্চ, ২০২২ তারিখের রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।

CISF Head Constable Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য

প্রতিষ্ঠানের নাম: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (Central Industrial Security Force)

পদের নাম: হেড কনস্টেবল 

শূন্যপদের সংখ্যা: ২৪৯টি

শূন্যপদের বিবরণ: 

প্রার্থীদের ২০২১ সালের স্পোর্টস কোটার আয়তাধীন হেড কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে নিয়োগ করা হবে।

CISF Head Constable Recruitment 2022: আবেদনের যোগ্যতা

চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, প্রার্থীদের সরকার স্বীকৃত কোনও বোর্ড থেকে দ্বাদশ শ্রেনিতে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও রাজ্য/ দেশীয় বা আন্তর্জাতিক স্তরে খেলোয়াড় হিসেবে ক্রেডিট সার্টিফিকেট থাকতে হবে। 

CISF Head Constable Recruitment 2022: বয়সসীমা

প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। 

CISF Head Constable Recruitment 2022: নির্বাচন পদ্ধতি

সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ট টেস্ট, ডকুমেন্টেশন, ট্রায়াল টেস্ট এবং প্রফিসিয়েন্সি টেস্ট ইত্যাদি পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠিত হবে। উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বাছাই করা প্রার্থীদের অ্যাডমিট কার্ড প্রদান করা হবে। ওই অ্যাডমিট কার্ডের মাধ্যমে প্রার্থীরা মেডিক্যাল পরীক্ষা দিতে পারবেন।

CISF Head Constable Recruitment 2022: আবেদন ফি

প্রার্থীদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পোস্টাল অর্ডার বা ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে ১০০ টাকা আবেদন ফি হিসেবে জমা করতে হবে। তফসিলি জাতি ও উপজাতি এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি মকুব করা হয়েছে। 

ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারেন।

সরাসরি আবেদন করার ও বিশদে বিজ্ঞাপন পড়ার লিঙ্ক http://davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_5_2122b.pdf

আরও পড়ুন: NTPC Recruitment 2021- মাসিক ১ লক্ষ ২০ হাজার টাকা বেতনে ল অফিসার নিয়োগ করবে এই সংস্থা

আরও পড়ুন: ESIC recruitment 2021- ৩০০০ শূন্যপদে নিয়োগ করবে এই নামী সংস্থা, জানুন কোথায় এবং কীভাবে আবেদন করবেন

আরও পড়ুন: Saraswat Bank Recruitment 2021- ৩০০ শূন্যপদে অফিসার নিয়োগ করবে রাজ্যের এই ব্যাংক, আজই আবেদন করুন

আরও পড়ুন: ESI Corporation Recruitment 2021- ১,১২০ শূন্যপদে অফিসার নিয়োগ করবে দেশের এই নামী কম্পানি! আজই আবেদন করুন

আরও পড়ুন: Bank of Baroda Recruitment 2021: মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল ব্যাংক অফ বরোদা, কীভাবে আবেদন করবেন

Share this article
click me!

Latest Videos

৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
পরকীয়া! নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ! বোলপুরে TMC নেতার মৃত্যুতে রহস্য! গ্রেফতার ৫ | TMC News
'এরা সব লাইন দিয়ে জেলে যাবে, একটাও ভোট TMC-কে দেবেন না' রুদ্রমূর্তিতে শুভেন্দু | Suvendu Adhikari
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি