CSIR CEERI Recruitment 2022- বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল সেন্ট্রাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং

আগ্রহীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট ceeri.res.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

শতাব্দী কর, প্রতিবেদক- মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল সেন্ট্রাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (Central Electronics Engineering Research Institute)। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে টেকিনিশিয়ান (Technician) এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (Technical Assistant) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট ceeri.res.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
CSIR CEERI Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ চলছে। ইচ্ছুক প্রার্থীদের ১ মার্চ, ২০২২ তারিখের রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
CSIR CEERI Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: সেন্ট্রাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (Central Electronics Engineering Research Institute)
পদের নাম: টেকিনিশিয়ান, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদের সংখ্যা: ৩৬টি
শূন্যপদের বিবরণ: 
টেকনিশিয়ান (১)- ১টি পদ
টেকনিশিয়ান- ২৪টি পদ
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- ১১টি পদ
CSIR CEERI Recruitment 2022: আবেদনের যোগ্যতা
টেকনিশিয়ান: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) / ১০ম স্ট্যান্ডার্ড / এসএসসি বা বিজ্ঞান বিষয়ের সমতুল্য, ন্যূনতম ৫৫% নম্বর সহ আইটিআই শংসাপত্র বা রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনার জাতীয় / রাজ্য বাণিজ্য শংসাপত্র থাকা আবশ্যিক। অথবা SSC/ ১০ম বা বিজ্ঞান বিষয়ে ন্যূনতম ৫৫% নম্বর সহ এবং রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনার ট্রেডে একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অ্যাপ্রেন্টিস হিসাবে ২ বছরের পূর্ণ সময়ের অভিজ্ঞতা থাকতে হবে।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- ইলেকট্রিক্যাল ইঞ্জি./টেকে ডিপ্লোমা। ন্যূনতম ৩ বছরের পূর্ণকালীন ডিগ্রি, নুন্যতম ৬০% নম্বর এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিঃ/টেক-এ ২ বছরের অভিজ্ঞতা। অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জি./টেকে ডিপ্লোমা । ডিপ্লোমা কোর্সে ভর্তির ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের পূর্ণ-সময়ের মেয়াদ, নুন্যতম ৬০% নম্বর সহ উত্তীর্ণ হতে হবে।
আরও শিক্ষাগত যোগ্যতার বিবরণের জন্য অনুগ্রহ করে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
CSIR CEERI Recruitment 2022: বয়সসীমা
১ মার্চ, ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ২৮ বছর হতে হবে।
CSIR CEERI Recruitment 2022: আবেদন পদ্ধতি
ceeri.res.in-এ CSIR CEERI-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন
হোমপেজে যে লিঙ্কটি লেখা আছে তাতে ক্লিক করুন, “Advertisement to the Post of the Technician (1) and Technical Assistant of Advt. No. 01/2022 – reg”
আবেদনের লিঙ্কে ক্লিক করুন
নিজের নাম রেজিস্ট্রেশন করুন
আবেদন ফি প্রদান করুন
আবেদনপত্র পূরণ করুন
আবেদনপত্র জমা দিন
ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদনপত্রের একটি হার্ড কপি সংরক্ষণ করে রাখুন।
CSIR CEERI Recruitment 2022: আবেদন ফি
প্রার্থীদের অনলাইন আবেদনের জন্য অনলাইনের মাধ্যমে ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। Sc/ ST/ PwBD/ মহিলা/ অন্যান্য লিঙ্গ/ CSIR কর্মচারী/ প্রাক্তন সৈনিকদের আবেদন ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রার্থীরা নীচের বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারেন: https://www.ceeri.res.in/wp-content/uploads/2022/01/Advt_No_01-2022_Technical_Support_Staff_27012022.pdf 
বিশদ নোটিশের লিঙ্ক https://www.ceeri.res.in/wp-content/uploads/2022/01/Advt_No_01-2022_Technical_Support_Staff_27012022.pdf 
এছাড়াও এখানে উদ্ধৃত লিঙ্কের https://www.ceeri.res.in/recruitments/advertisement-to-the-post-of-the-technician-1-and-technical-assistant-of-advt-no-01-2022-reg/ মাধ্যমে সরাসরি আবেদন করতে পারেন ।

আরও পড়ুন: NDRI Technical Assistant Recruitment 2022- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করবে এই প্রতিষ্ঠান

Latest Videos

আরও পড়ুন: CMET Recruitment 2022: টেকনিক্যাল কনসালটেন্ট পদে নিয়োগ করবে এই কেদ্রীয় সংস্থা, ১০ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন

আরও পড়ুন: Saraswat Bank Recruitment 2021- ৩০০ শূন্যপদে অফিসার নিয়োগ করবে রাজ্যের এই ব্যাংক, আজই আবেদন করুন

আরও পড়ুন: ESI Corporation Recruitment 2021- ১,১২০ শূন্যপদে অফিসার নিয়োগ করবে দেশের এই নামী কম্পানি! আজই আবেদন করুন

Share this article
click me!

Latest Videos

'এটা কোন মুখ্যমন্ত্রী? হিন্দুদের দায়িত্ব মুসলিমরা নেবে, বাংলাদেশ হয়ে যাবে তো' | Suvendu Adhikari
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata