আগ্রহীরা ওয়েবসাইট joinindianarmy.nic.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
শতাব্দী কর, প্রতিবেদক- প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে শর্ট সার্ভিস কমিশন (টেক) পুরুষ ৫৯তম কোর্স এবং এসএসসি (টেক) মহিলা ৩০তম কোর্সের জন্য বিভিন্ন পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা ওয়েবসাইট joinindianarmy.nic.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
Indian Army SSC Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের আজ অর্থাৎ ৮ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা করত হবে। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
Indian Army SSC Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ভারতীয় সেনাবাহিনী (Indian Army)
পদের নাম: শর্ট সার্ভিস কমিশন (টেক) পুরুষ ৫৯তম কোর্স এবং এসএসসি (টেক) মহিলা ৩০তম কোর্স
শূন্যপদের সংখ্যা: ১৯১টি
২টি শূন্যপদ প্রতিরক্ষা কর্মীদের বিধবাদের জন্য, ১৪টি এসএসসি টেক উইমেন ৩০তম কোর্সের জন্য, ১৭৫টি এসএসসি টেক মেন ৫৯তম কোর্সের জন্য।
প্রার্থীরা নীচে স্ক্রোল করে শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স সীমা, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য বিবরণ দেখতে পারেন।
Indian Army SSC Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
SSCW (Non Tech) (Non UPSC)- যে কোনও বিষয়ে স্নাতক
SSCW (Tech)- যে কোনও ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে বি.টেক বা বি.ই
Indian Army SSC Recruitment 2022: নির্বাচনের মানদণ্ড
নির্বাচিত প্রার্থীদের কোর্স শুরু হওয়ার তারিখ থেকে বা অফিসার্স ট্রেনিং একাডেমি (OTA), চেন্নাই, তামিলনাড়ু-তে রিপোর্ট করার তারিখ থেকে লেফটেন্যান্ট পদে প্রবেশন সংক্রান্ত শর্ট সার্ভিস কমিশন মঞ্জুর করা হবে,। প্রশিক্ষণের সময় লেফটেন্যান্টের জন্য গ্রহণযোগ্য সম্পূর্ণ বেতন এবং ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তির পর বেতন ও ভাতা প্রদান করা হবে।
নির্বাচিত প্রার্থীদের যোগ্যতার চূড়ান্ত ক্রম অনুসারে তাদের অবস্থান অনুযায়ী অফিসার্স ট্রেনিং একাডেমি, চেন্নাই-এ প্রশিক্ষণের নির্বাচন করা হবে। প্রশিক্ষণের সময়কাল ৪৯ সপ্তাহ।
Indian Army SSC Recruitment 2022: প্রশিক্ষণের খরচ
OTA-তে প্রশিক্ষণের সম্পূর্ণ খরচ সরকারি খরচে চলবে। মেডিকেল গ্রাউন্ড ব্যতীত অন্য কারণে বা তার নিয়ন্ত্রণের বাইরে নয় এমন কারণে লেডি/জেন্টলম্যান ক্যাডেটকে প্রশিক্ষণ একাডেমি থেকে প্রত্যাহার করা হলে, তিনি প্রশিক্ষণের খরচ বাবদ ১৬২৬০.৪২ টাকা (২০২১ অনুযায়ী) প্রতি সপ্তাহে সময়ে সময়ে বিজ্ঞপ্তি অনুযায়ী ফেরত দিতে দায়বদ্ধ থাকবেন।
ইচ্ছুক প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য নানান বিষয় জানতে এখানে প্রদত্ত লিঙ্কটি https://freeebook.jagranjosh.com/free-pdf-page?file=indian-army-ssc-recruitment-2022.pdf
ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীনে বিভিন্ন পদের জন্য শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
আরও পড়ুন- ভারতীয় নৌ বাহিনিতে প্রচুর সংখ্যক পদে নিয়োগের জন্য আবেদন চলছে, যোগ্যতা দশম পাস
আরও পড়ুন- শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ করবে দিল্লি বিশ্ববিদ্যালয়, জেনে নিন বিস্তারিত