নৈনিতাল ব্যাংঙ্ক-এ মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ, আজই আবেদন করুন

আগ্রহীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট www.nainitalbank.co.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল নৈনিতাল ব্যাংঙ্ক (Nainital Bank)। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ম্যানেজমেন্ট ট্রেনি (Management Trainees) এবং ক্লার্ক (Clerk) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট www.nainitalbank.co.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
Nainital Bank Recruitment 2022: আবেদনের তারিখ

বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ চলছে। ইচ্ছুক প্রার্থীদের ১৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।

Nainital Bank Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: নৈনিতাল ব্যাংঙ্ক (Nainital Bank)
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেনি এবং ক্লার্ক
শূন্যপদের সংখ্যা: ১০০টি
শূন্যপদের বিবরণ: 
ম্যানেজমেন্ট ট্রেনি- ৫০টি পদ
ক্লার্ক- ৫০টি পদ
অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট- ক্রেডিট বিভাগ- ৫টি পদ
অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট- পরিদর্শন/অডিট বিভাগ- ১টি পদ
অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট - রিকভারি বিভাগ- ১টি পদ
অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট - ক্রেডিট মনিটরিং বিভাগ- ১টি পদ
অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট - মানব সম্পদ বিভাগ- ১টি পদ
অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট - পরিকল্পনা বিভাগ- ১টি পদ
অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট - ভিজিল্যান্স বিভাগ- ১টি পদ
অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট - বিনিয়োগ / ট্রেজারি বিভাগ- ১টি পদ
ম্যানেজার- মার্কেটিং এবং WMS- ১টি পদ
ল অফিসার- ২টি পদ
রিস্ক অফিসার- ২টি পদ
পার্সোনাল অফিসার- ৪টি পদ
Nainital Bank Recruitment 2022: আবেদনের যোগ্যতা

ম্যানেজমেন্ট ট্রেনি:
(১) ন্যূনতম ৫০% নম্বর সহ স্নাতক / স্নাতকোত্তর।
(২) কম্পিউটার পরিচালনার জ্ঞান অপরিহার্য।
(৩) ব্যাঙ্কিং/আর্থিক/প্রতিষ্ঠান/NBFC-তে ১-২ বছরের অভিজ্ঞতা থাকা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
ক্লার্ক:
(১) একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৫০% নম্বর সহ স্নাতক / স্নাতকোত্তর।
(২) কম্পিউটার পরিচালনার জ্ঞান অপরিহার্য।
(৩) ব্যাঙ্কিং/ আর্থিক/ প্রতিষ্ঠান/ NBFC-তে ১-২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।আরও শিক্ষাগত যোগ্যতার বিবরণের জন্য অনুগ্রহ করে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

Nainital Bank Recruitment 2022: আবেদন ফি
GST সহ ১৫০০ টাকা আবেদন ফি হিসেবে ধার্য করা হয়েছে।
ডেবিট কার্ড (RuPay/ Visa/ MasterCard/ Maestro), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, IMPS, ক্যাশ কার্ড/ মোবাইল ওয়ালেট ব্যবহার করে অর্থপ্রদান করা যেতে পারে।
Nainital Bank Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া:
অনলাইন লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার।

আরও পড়ুন: PGCIL Recruitment 2022- ১০৫ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি এই নামী প্রতিষ্ঠানে! আবেদনের শেষ দিন ২০ ফেব্রুয়ারি

Latest Videos

আরও পড়ুন: NTPC Recruitment 2022- ১৭৭ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল এই নামী প্রতিষ্ঠান, আজই আবেদন করুন

আরও পড়ুন: CSIR CEERI Recruitment 2022- বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল সেন্ট্রাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং


Nainital Bank Recruitment 2022: আবেদন পদ্ধতি
যোগ্য প্রার্থীরা ১লা ফেব্রুয়ারি ২০২২ থেকে শুধুমাত্র নৈনিতাল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে (www.nainitalbank.co.in) অনলাইনে আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশন করতে, "Click here for New Registration" ট্যাবটি বেছে নিন এবং নাম, যোগাযোগের বিবরণ সহ ইমেইল আইডি লিখুন। অনলাইন আবেদনের শেষ তারিখ ১৫/০২/২০২২।
বিশদ বিবরণের জন্য প্রার্থীরা এই লিঙ্কটি https://www.nainitalbank.co.in/pdf/Notification-Management-Trainees-Clerks.pdf ব্যবহার করতে পারেন।
আগ্রহী প্রার্থীরা সরাসরি আবেদন করতে এই লিঙ্কটি https://ibpsonline.ibps.in/nblmtcjan22/ ব্যবহার করুন।
 

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
কোন ফর্মুলায় আগামী নির্বাচনে বাজিমাত করবে BJP? ফাঁস করে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari