বাম্পার রিক্রুটমেন্ট, ৩৬০৩ সংখ্যারও বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টাফ সিলেকশন কমিশন! জানুন বিস্তা

আগ্রহীরা ওয়েবসাইট ssc.nic.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

শতাব্দী কর, প্রতিবেদক- চাকরি প্রার্থীদের দারুন সুযোগ! বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission)। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দশম শ্রেণি উত্তীর্ণদের জন্য এমটিএস (MTS), হাভালদার (Havaldar) সহ অন্যান্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা ওয়েবসাইট ssc.nic.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
SSC Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ৩০ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। 
ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
SSC Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission)
পদের নাম: এমটিএস, হাভালদার
শূন্যপদের সংখ্যা: ৩৬০৩টি
হাভালদার পদের জন্য প্রায় ৩৬০৩টি শূন্যপদ রয়েছে। তবে এমটিএস পদের সংখ্যা পরে জানানো হবে।
প্রার্থীরা নীচে স্ক্রোল করে শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স সীমা, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য বিবরণ দেখতে পারেন
আবেদনকারীরা ৫ মে এবং ৯ মে ২০২২-এর মধ্যে ফর্মের কোনও ত্রুটির ক্ষেত্রে সংশোধনের জন্য তাদের আবেদন করতে পারেন।
SSC Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
এসএসসি ২০২২ সালের জুলাই মাসে মাল্টি টাস্কিং স্টাফ (নন-টেকনিক্যাল) এবং হাভালদার নিয়োগের জন্য একটি দেশব্যাপী প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত করবে। যারা এসএসসি এমটিএস পেপার ১ ২০২২ ক্লিয়ার করবে তাদের জন্য পেপার ২ পরিচালিত হবে। যারা পেপার ২ এ উত্তীর্ণ হবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।
SSC Recruitment 2022: আবেদন পদ্ধতি
স্টেপ ১: এসএসসি ওয়েবসাইটে যান- ssc.nic.in
স্টেপ ২: যদি আপনি আগে রেজিস্ট্রেশন না করে থাকেন তবে এখনই করুন 'New User? Register Now'-এ ক্লিক করে 
স্টেপ ৩: রেজিস্ট্রেশনের পরে, আপনার অ্যাকাউন্টে লগইন করুন
স্টেপ ৪: এখন,  ‘Latest Notifications’ লিঙ্কের অধীনে ‘Multi Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination, 2021’ লিঙ্কে ক্লিক করুন
স্টেপ ৫: আপনার সমস্ত বিবরণ তথ্য দ্বারা পূরণ করুন, আপনার সিগনেচার এবং সাম্প্রতিক ছবি আপলোড করুন
স্টেপ ৬: আপনার দেওয়া তথ্য ঠিক না ভুল দেখে নিন। আপনি যদি কোনও তথ্য পরিবর্তন করতে চান, তাহলে  ‘Edit/ Modify’ বোতামে ক্লিক করুন এবং প্রয়োজনীয় সংশোধন করুন। তথ্য সঠিকভাবে পূরণ করা হলে আবেদনপত্র জমা দিন।
SSC Recruitment 2022: আবেদন ফী
জেনারেল ক্যাটাগরি/ ওবিসি: ১০০ টাকা
SC/ST এবং সকল ক্যাটাগরির মহিলা: কোনও ফি নেই
SSC Recruitment 2022: বয়স সীমা
১৮ থেকে ২৫ বছর
সম্পূর্ণ আবেদনপত্রটি পড়ার জন্য এই লিঙ্কটিতে https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_22032022.pdf ক্লিক করতে হবে।

সরাসরি আবেদনের জন্য এই লিঙ্কে https://ssc.nic.in/Portal/Apply ক্লিক করুন

Latest Videos

Share this article
click me!

Latest Videos

গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি