West Bengal Asha Karmi Recruitment 2022- ৬২৬ পদে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! কীভাবে আবেদন করবেন?

আগ্রহীরা ওয়েবসাইট www.wbhealth.gov.in বা https://murshidabad.gov.in বা www.uttardinajpur.nic.in থেকে বিস্তারিত তথ্য পাবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল সাব ডিভিশনাল অফিসারের (West Bengal Sub-Divissional Officer)  তরফে। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলায় প্রচুর পদে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা ওয়েবসাইট www.wbhealth.gov.in বা https://murshidabad.gov.in বা www.uttardinajpur.nic.in থেকে বিস্তারিত তথ্য পাবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
West Bengal Asha Karmi Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ৩১ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। বয়ানের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
 

West Bengal Asha Karmi Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: উত্তর দিনাজপু এবং মুর্শিদাবাদ সাবডিভিশনাল অফিসারের অধীনে বিভিন্ন ব্লক
পদের নাম: আশা কর্মী
শূন্যপদের সংখ্যা: ৬২৬টি
 

Latest Videos

BEL Recruitment 2022: আবেদনের যোগ্যতা
মাধ্যমিকে অকৃতকার্যরাও আবেদন করতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে মাধ্যমিক পাশের সার্টিফিকেট সহ আবেদন করতে হবে। 
বয়সসীমা- ২৯.১২.২০২১ তারিখ অনুযায়ী ৩০ থেকে ৪০ বছর। সংরক্ষিত প্রার্থীদের বয়সের ঊর্দ্ধসীমায় ছাড় দেওয়া হয়েছে।
প্রার্থীদের সংশ্লিষ্ট গ্রাম ও উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে।

West Bengal Asha Karmi Recruitment 2022- আবেদন পদ্ধতি
স্থায়ী বসবাসের সার্টিফিকেট, বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের স্ব-সাক্ষরিত ফটোকপি, ২টি পাসপোর্ট সাইজের বর্তমান রঙিন ছবি ইত্যাদি সহ পাঠাতে সংশ্লিষ্ট বিডিও অফিসের ঠিকানায়। 

মুর্শিদাবাদ জেলা-
শূন্যপদ- ৪০০টি
আবেদনের শেষ তারিখ- ২৪.০১.২০২২
উত্তর দিনাজপুর জেলা-
শূন্যপদ- ২২৭
আবেদনের শেষ তারিখ- ৩১.০১.২০২২
বিশেষ ঘোষণা- প্রার্থীদের দরখাস্ত সহ খামের ওপর “Application for the post of ASHA” লিখে স্পিড পোস্টে বা রেজিস্ট্রি পোস্টে পাঠাতে হবে এই ঠিকানায়, “To, The Member Secretary, ASHA Selection Committee Office of the Block Development Officer,………., Block, Pin…………., Dist. Uttar Dinajpur, West Bengal, Pin……….।”
 

আরও পড়ুন: CISF Head Constable Recruitment 2022- কেদ্রীয় সরকারের হেড কনস্টেবল পদে মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ

আরও পড়ুন: WBPSC Recruitment 2021- পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ও অন্যান্য পদে নিয়োগে

শূন্যপদের বিবরণ-
চোপড়া ব্লক- ২৬টি পদ
ইসলামপুর ব্লক- ৬৩টি পদ
গোলপোখের ব্লক-১- ২৬টি পদ
গোলপোখের ব্লক-২- ৪৩টি পদ
করণদিঘী ব্লক- ৬৮টি পদ
 

Share this article
click me!

Latest Videos

'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র