আগ্রহীরা অফিসিয়াল ওয়েবসাইট https://www.upsconline.nic.in/ থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য নাম রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলছে। ইচ্ছুক প্রার্থীদের ২৭ জানুয়ারি, ২০২২ তারিখের ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা করত হবে। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
Union Public Service Commission Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission)
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং ইকোনমিক অফিসার সহ অন্যান্য
শূন্যপদের সংখ্যা: ৭৮টি
শূন্যপদের বিবরণ
অ্যাসিস্যান্ট এডিটর (ওড়িয়া)- ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর- ১৬টি পদ
ইকোনমিক অফিসার- ৪টি পদ
ফিশারি বিভাগে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার- ১টি পদ
মেকানিক্যাল মারিন ইঞ্জিনিয়ার- ১টি পদ
অকুপেশনাল থেরাপিতে লেকচারার- ৪টি পদ
সায়েন্টিস্ট ‘বি’ (ডকুমেন্ট)- ২টি পদ
কেমিস্ট- ৫টি পদ
জুনিয়ার মাইনিং জিওলজিস্ট- ৩৬টি পদ
রিসার্চ অফিসার- ১টি পদ
আয়ূর্বেদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার- ১টি পদ
আয়ূর্বেদে (কায়া চিকিৎসা) অ্যাসিস্ট্যান্ট প্রফেসার- ৪টি পদ
আয়ূর্বেদে (ক্রিয়া শরীর) অ্যাসিস্ট্যান্ট প্রফেসার- ২টি পদ
Union Public Service Commission Recruitment 2022: আবেদন পদ্ধতি
• প্রার্থীদের প্রথমে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে https://www.upsconline.nic.in/ যেতে হবে
• এরপর ‘Online Recruitment Application (ORA) for Various Recruitment Posts’ লেখা লিঙ্কটিতে ক্লিক করতে হবে
• প্রার্থীরা তাদের পছন্দের পদ অনুযায়ী ‘Apply Now’ লিঙ্কে ক্লিক করবেন
• অফিসায়াল নোটিশটি ভালো করে পড়ে নির্দেশিকাগুলি জেনে নিতে হবে ও ‘Next’ অপশনে ক্লিক করুন
• এরপর ‘Very Important Notice’ লিঙ্কটিতে ক্লিক করে ‘Next’ অপশনটিতে ক্লিক করতে হবে
• ‘Terms and Conditions’ ভালো করে পড়ে নিয়ে ‘Proceed’ অপশনে ক্লিক করবেন
• প্রার্থীরা এরপর লগ-ইনের পেজ দেখতে পাবেন
• ‘New Registration’ অপশনে ক্লিক করুন
• ‘Save and Continue’ অপশনে ক্লিক করুন
• প্রার্থীদের রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে
• প্রয়োজনীয় বিভিন্ন ডকুমেন্ট ও সার্টিফিকেটের প্রমাণপত্র জমা করতে হবে
• এরপর আবেদনপত্র পূরণ করে ফর্মটি জমা করতে হবে
• প্রার্থীরা ফর্ম পূরণের পর আবেদনপত্রের একটি কপি সংরক্ষনের জন্য প্রিন্ট করিয়ে নিতে পারেন
আরও পড়ুন: NTPC Recruitment 2021- মাসিক ১ লক্ষ ২০ হাজার টাকা বেতনে ল অফিসার নিয়োগ করবে এই সংস্থা