পুরসভার উদ্যোগ, করোনা রোগীদের শয্যা সংকট মেটাতে স্টেডিয়ামে তৈরি সেফ হোম

  • বাঁকুড়া পুরসভার বিশেষ উদ্যোগ
  • বাঁকুড়া স্টেডিয়ামে চালু ২৫ শয্যার সেফ হোম
  • এখানে মিলবে অক্সিজেন পরিষেবা
  • পুরুষ ও মহিলাদের জন্য পৃথক থাকার ব্যবস্থা 

বাঁকুড়া পুরসভার উদ্যোগে বাঁকুড়া স্টেডিয়ামে চালু হলো ২৫ শয্যার সেফ হোম।  করোনা আক্রন্ত হয়ে যাদের বাড়ির মধ্যে থাকা খুবই অসুবিধার, তারা এই সেফ হোমে থাকার সুযোগ পাবেন। যাদের অক্সিজেনের প্রয়োজন তারাও এই সেফ হোমে থাকতে পারবেন বলেই জানাচ্ছে বাঁকুড়া পুরসভা। স্টেডিয়ামের দুটি পৃথক হল ঘরে মহিলা ও পুরুষের থাকার ব্যবস্থা করা হয়েছে।

যারা এই সেফ হোমে থাকবেন তাদের প্রয়োজনীয় অক্সিজেন সাপোর্ট দেওয়া হবে। প্রতিদিন তিন বেলা খাবার, পানীয় জল, ওষুধপত্রের যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া হবে পুরসভার তরফে। নিয়মিত চিকিৎসকরা দেখভাল করবেন রোগীদের। এছাড়াও করোনা মোকাবিলার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন পরিষেবা দেবেন রোগীদের। কোন রোগীর হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়লে এখান থেকেই হাসপাতালে স্থানান্তরিত করা হবে। 

Latest Videos

সব মিলিয়ে করোনা পরিস্থিতিতে এই সেফ হোম থেকে বাঁকুড়া শহরের মানুষ উপকৃত হবেন বলেই মত পুরসভার। বাঁকুড়া শহরে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। অনেকেই আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন। অনেকেই বাড়ির মধ্যে থাকার মতো তেমন ব্যবস্থা নেই, আবার অনেকের অক্সিজেনের প্রয়োজন হলেও বাড়িতে অক্সিজেন জোগাড় করতে হিমসিম খেতে হচ্ছে। এই পরিস্থিতিতে বাঁকুড়া পুরসভার উদ্যোগে অক্সিজেন সাপোর্ট ও অনান্য সুযোগ সুবিধা যুক্ত এই সেফ হোম বাঁকুড়া শহরের মানুষের কাছে একটা বড় প্রাপ্তি বলেই মত শহরবাসীর।

এদিকে, বাংলায় একদিনে কোভিডে মৃত্যু দেড়শো পার করেছে। বুধবার স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,রাজ্যে একদিনে মৃত ১৫৭ জন। সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ০০৬ জন।

Share this article
click me!

Latest Videos

‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today
ED Raid News: কলকাতায় ফের ইডির দুঃসাহসিক অভিযান! ফাঁস হলো বড় দুর্নীতি, দেখুন
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি