কোভিড চিকিৎসায় অগ্রগতি, ইসলামপুরের হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসাচ্ছে স্বাস্থ্য দপ্তর

 

  •  অক্সিজেনের চরম সমস্যা দেখা দিয়েছে হাসপাতালগুলোতে 
  • এবার ইসলামপুরে অক্সিজেন প্ল্যান্ট বসাতে চলেছে স্বাস্থ্য দপ্তর 
  • হাসপাতালে পরিদর্শনে যান স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা
  • কি কি সরঞ্জাম এসেছে সেসমস্ত বিষয়গুলি খতিয়ে দেখলেন
     

Asianet News Bangla | Published : Jun 4, 2021 7:23 AM IST / Updated: Jul 18 2022, 10:35 AM IST

অক্সিজেনের অভাব মেটাতে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসাতে চলেছে স্বাস্থ্য দপ্তর।  শুক্রবার ইসলামপুর মহকুমাশাসক সপ্তর্ষি নাগের নেতৃত্বে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টের কাজ পরিদর্শনে যান। 

আরও পড়ুন, কলকাতায় ১ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণ, কোভিডে শীর্ষে উত্তর ২৪ পরগণা 


 অক্সিজেন প্ল্যান্টের বেশকিছু সরঞ্জাম ইতিমধ্যেই ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এসে পৌঁছে গিয়েছে। অক্সিজেন প্ল্যান্টের কাজ খতিয়ে দেখার পাশাপাশি কি কি সরঞ্জাম এসেছে সেসমস্ত বিষয়গুলি খতিয়ে দেখলেন ইসলামপুর মহকুমাশাসক সপ্তর্ষি নাগ। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই অক্সিজেনের ব্যাপক চাহিদা বেড়ে গিয়েছে। পরিমান কম থাকায় চরম সমস্যা দেখা দিয়েছে জেলার হাসপাতালগুলোতে। অক্সিজেনের সমস্যা মেটাতে স্বাস্থ্য দপ্তর ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট নির্মানের উদ্যোগ নিয়েছে। প্রসঙ্গত, সারা দেশে তথা রাজ্যে আচমকা কোভিড সংক্রমণ বৃদ্ধি প্রথম অবস্থায় বেডের আকাল পড়লেও পরে প্রকট অক্সিজেন সঙ্কট। কোভিডে আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে ইতিমধ্য়েই প্রাণ হারিয়েছেন অনেকেই। তার মধ্যে ঘবসন্নিবিষ্ট রাজ্য পশ্চিমবঙ্গ হওয়ায়, এখানে অক্সিজেনের হাহাকার পরলে যে রক্ষে হবে না, তা আঁচ করতে পেরেছিল প্রশাসন। তাই মৃত্যুর বহর বাড়ার আগেই তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে এসে, ভ্যাক্সিনেশনের পাশপাশি অক্সিজেন প্ল্যান্ট বানানোর দিকে সবার আগে নজর দেন মমতা। 

আরও পড়ুন, কলকাতায় ১ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণ, কোভিডে শীর্ষে উত্তর ২৪ পরগণা 


উল্লেখ্য, ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের পিছনে অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ চলছে। খুব শীঘ্রই এই অক্সিজেন প্ল্যান্ট থেকে উৎপাদন শুরু হয়ে যাবে। ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসায় স্বস্তির বাতাবরণ দেখা দিয়েছে ইসলামপুরের বাসিন্দাদের মধ্যে। 
 

Share this article
click me!