বল কি মাটিতে, লিটন কি সফট সিগন্যালের বলি হলেন - গর্জাচ্ছে বাংলা

  • বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে হল নতুন বিতর্ক
  • লিটন দাস আউট ছিলেন কি ছিলেন না তাই নিয়ে সংশয়
  • আম্পায়ারের সফট সিগনালের কারণে আউট দেওয়া হল তাঁকে
  • অথচ আদৌ ক্যাচটি সঠিকভাবে ধরা হয়েছিল কিনা সেটাই নিশ্চিত নয়

 

amartya lahiri | Published : Jun 24, 2019 3:57 PM IST / Updated: Jun 24 2019, 09:31 PM IST

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্য়াচে বিতর্ক ছিল হ্য়ারিস সোহেলের আউট নিয়ে। তাহির তাঁর ক্য়াচ ধরেছেন কি ধরেননি তা বুঝতে না পারায় আম্পায়ারের সফট সিগনালের উপর নির্ভর করেই তাঁকে নটআউট দিয়েছিলেন তৃতীয় আম্পায়ার। সোমবার আবার বাংলাদেশ-আফগানিস্তান ম্য়াচে বিতর্ক মাথাচাড়া দিল লিটন দাসের উইকেট নিয়ে। বিতর্কের কেন্দ্রে সেই আম্পায়ারের সফট সিগনাল।

এদিন আফগান অফস্পিনারদের মোকাবিলা করতে সৌম্য সরকারে বদলে লিটন দাসকে দিয়ে ইনিংসের গোড়াপত্তন করিয়েছিল বাংলাদেশ। বেশ ভালই ব্যাট করছিলেন লিটন। কিন্তু ইনিংসের পঞ্চম ওভারে ১৬ রানের মাথায় মুজিবুর রহমানের বলে ঘটে যায় বিপত্তি। ড্রাইভ রকরতে গিয়ে শর্ট কভার এলাকায় হাশমতুল্লা শহিদির হাতে ধরা পড়েন লিটন।

Latest Videos

বলটি শহিদি সঠিকভাবে তালুবন্দী করতে পেরেছেন নাকি আগে মাটিতে পড়ে গিয়েছিল সেই সম্বন্ধে নিশ্চিত হতে না পারায় মাঠের আম্পায়াররা তা তৃতীয় আম্পায়ারের কাছে পাঠান। তবে তার আগে সফট সিগনাল দেন আউট। তৃতীয় আম্পায়ার বারবার জুম করে দেকেও নিশ্চিত হতে না পারায় আম্পায়ারদের সফ সিগনাল অনুযায়ী তাঁকে আউট ঘোষণা করেন।

অথচ সফট সিগনালের নিয়ম আসার আগে আউট নিয়ে দ্বিধা থাকলে নটআউটই দেওয়া হত। কিন্তু এখন নিয়ম অনুযায়ী আম্পায়াররা সফট সিগনাল দিলে একমাত্র প্রযুক্তি অন্য কথা না বললে তা বদলাবার সুযোগ থাকে না তৃতীয় আম্পায়ের কাছে। আর এরই বলি হলেন লিটন দাস। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক বাংলাদেশী সমর্থকই।

 

Share this article
click me!

Latest Videos

তৃণমূল সরকারের সবচেয়ে বড় দুর্নীতি ধরে ফেলল বিজেপি, দেখুন কী বললেন জগন্নাথ চট্টোপাধ্যায়
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
'কুকুরের লেজ যেমন সোজা হয়না তেমনই মমতার পুলিশকে পরিবর্তন করা যায় না' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর
৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
সঞ্জয় রায়ের মন্তব্যের পরই এই কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি