ভারতের পরাজয়ের 'গেরুয়া ব্যাখ্যা' দিলেন মেহবুবা মুফতি

Published : Jul 01, 2019, 05:13 PM ISTUpdated : Jul 01, 2019, 05:14 PM IST
ভারতের পরাজয়ের 'গেরুয়া ব্যাখ্যা' দিলেন মেহবুবা মুফতি

সংক্ষিপ্ত

রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের অপরাজেয় দৌড় থেমেছে এতদিন বিরাট কোহলিদের ২০০৩ সালের অস্ট্রেলিয় দলের সঙ্গে তুলনা করা হচ্ছিল ম্যাচের পর পরাজয়ের কারণ নিয়ে কাটাছেঁড়া হচ্ছে মেহবুবা মুফতির দাবি ভারতের নয়া কমলা জার্সিই যত নষ্টের গোড়া    

রবিবার বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতের অপরাজেয় দৌড় থেমে গিয়েছে। এতদিন পর্যন্ত বিরাট কোহলি বাহিনীকে অনেকেই ২০০৩ সালের অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনা করছিলেন। ম্যাচের পর পরাজয়ের কারণ নিয়ে অনেকেই মুখ খুলেছেন। সেই দলে যোগ দিয়েছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি-ও।  

ভারতের হারের এক অদ্ভূত কারণ দেখিয়েছেন তিনি। তাঁর মতে ভারতের নয়া কমলা জার্সিই যত নষ্টের গোড়া। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩১ রানের পরাজয়ের পর রবিবার রাতেই তিনি একটি টুইট করে বলেন, তাঁকে কুসংস্কারাচ্ছন্ন মনে হতে পারে, কিন্তু তাঁর মতে কমলা জার্সিই ভারতের অপরাজিত দৌড় থামিয়ে দিয়েছে।

ইংল্যান্ড ম্যাচের আগে ভারতীয় বোর্ড ভারতীয় দলের এই নয়া জার্সি প্রকাশ করে। এই জার্সির রঙ গেরুয়া বা কমলা হওয়া নিয়ে এর আগে বিতর্কও কম হয়নি। কংগ্রেস ও সমাজবাদী পার্টির নেতারা এর পিছনে বিজেপির গৌরিকিকরণের রাজনীতির অভিযোগ করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় আবার কেউ কেউ এই জার্সির পিছনে সফটওয়্যারের কারিকুরিতে লিখেছিলেন 'মন্দির ওহি বানেগি', 'জয় শ্রীরাম'।  

 

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে