বৃষ্টি-অসুরের ভ্রুকুটির মাঝেই হয়ে গেল টস! ভারতীয় দলে শঙ্কর, পাকিস্তান খেলছে দুই স্পিনারে

Published : Jun 16, 2019, 02:59 PM IST
বৃষ্টি-অসুরের ভ্রুকুটির মাঝেই হয়ে গেল টস! ভারতীয় দলে শঙ্কর, পাকিস্তান খেলছে দুই স্পিনারে

সংক্ষিপ্ত

বৃষ্টি আসেনি ম্যাঞ্চেস্টারে। টসে জিতল পাকিস্তান। ভারতকে আগে ব্যাট করতে ডাকল। ভারতীয় দলে শঙ্কর।

সব জল্পনার অবসান। ম্যাঞ্চেস্টারের আকাশে মেধঘ থাকলেও সকাল থেকে বৃষ্টি নামেনি। তাই নির্ধারিত সময়েই হয়ে গেল টস। মেঘাচ্ছন্ন পরিবেশে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ।

এদিন পাকিস্তান দুই স্পিনারে খেলছে। অন্যদিকে ভারতীয় দলের প্রথম একাদশে প্রত্যাশা মতোই জায়গা করে নিয়েছেন বিজয় শঙ্কর।

দেখে নেওয়া যাক দুই দলের এদিনের প্রথম একাদশ -

ভারত - রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, বিজয় শঙ্কর, কেদার যাদব, এমএস ধোনি, হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা।

পাকিস্তান - ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, মহম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলি, ওয়াহাব রিয়াজ, মহম্মদ আমির।

 

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?