ক্রিকেটের মক্কায় প্রোটিয়াদের বিরুদ্ধে আগে ব্যাট পাকিস্তানের! বাদ পড়লেন ভারতের জামাই

Published : Jun 23, 2019, 02:55 PM ISTUpdated : Jun 23, 2019, 02:59 PM IST
ক্রিকেটের মক্কায় প্রোটিয়াদের বিরুদ্ধে আগে ব্যাট পাকিস্তানের! বাদ পড়লেন ভারতের জামাই

সংক্ষিপ্ত

টসে জিতল পাকিস্তান আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন সরফরাজ তাদের দলে হল দুটি পরিবর্তন প্রোটিয়া দল থাকল অপরিবর্তিতই  

বিশ্বকাপ ২০১৯-এর ৩০ তম ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটের মক্কা লর্ডস-এ টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। পিচে ঘাসের আস্তরণ থাকলেও উইকেট শুকনো থাকায় ব্যাটসম্যানরা সুবিধা পাবেন বলে জানিয়েছেন পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম। তাঁর পরামর্শ মেনে আগে ব্যাট করার সিদ্ধান্তই নিলেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ।

তিনি জানিয়েছেন আগে ব্যাট করে বড় রান তুলে দক্ষিণ আফ্রিকাকে বোলারদের দিয়ে আটকে দেওয়াই তাঁদের লক্ষ্য। অপর দিকে ফাফ ডু প্লেসিস জানিয়েছেন, টসে জিতলে তাঁরা আগে বোলিং-ই করতেন। তিনি জানিয়েছেন প্রতি ম্য়াচেই তাদের দল উন্নতি করছেন।

এনগিদি দলে ফিরে আসায় তাঁদের প্রথম একাদশে অবশেষে ভারসাম্য এসেছে বলে দাবি করেছেন ফাফ। সেই কারণেই এদিন প্রথম একাদশে প্রোটিয়ারা কোনও পরিবর্তন  করেনি। অপরদিকে পর পর জঘন্য পারফরম্য়ান্সের পর এই ম্যাচে বাদ পড়েছেন ভারতের জামাই শোয়েব মালিক। আর ভারত ম্যাচে প্রচুর রান দেওয়া হাসান আলিও এদিন প্রথম একাদশের বাইরেই রয়েছেন। তাঁদের জায়গায় এদিন পাক দলে খেলছেন হ্যারিস সোহেল ও শাহিন আফ্রিদি।

দেখে নেওয়া যাক এদিনের দুই দলের প্রথম একাদশ -

পাকিস্তান: ইমামুল হক, ফখর জামান, বাবর আজম, মহম্মদ হাফিজ, হ্যারিস সোহেল, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মহম্মদ আমির, শাহিন আফ্রিদি।

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, এডেন মার্করাম, ভ্যান ডার ডুসেঁ, ডেভিড মিলার, অ্যান্ডি ফেহলুকাওইও, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির।

 

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: আইপিএল নিলামের আগে ফর্মে ডি কক, মুল্লানপুরে জমজমাট লড়াই
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং ভারতের