বিজয় শঙ্করের চোটের পিছনে রয়েছে কালা জাদু! লেগেছে থ্রিডি নজর

  • বিশ্বকাপে বিজয় শঙ্করকে দলে নেওয়া নিয়ে নানা মুনির নানা মত ছিল
  • আম্বাতি রায়ডু খোলাখুলি হতাশা ব্যক্ত করেছিলেন
  • পাকিস্তান ম্যাচে ভাল খেললেও আবার পায়ে আঘাত পেয়েছেন শঙ্কর
  • নেটিজেনরা মজা করে বলছেন রায়ডু-পন্থের থ্রিডি নজর লেগেছে তাঁর উপর

amartya lahiri | Published : Jun 21, 2019 8:03 AM IST / Updated: Jun 21 2019, 01:35 PM IST

বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার পর থেকেই তামিলনাড়ুর অলরাউন্ডার বিজয় সঙ্কর খবরে রয়েছেন। আম্বাতি রায়ডুর বদলে তাঁকে দলে নেওয়া সঠিক সিদ্ধান্ত কিনা তাই নিয়ে নানা মুনির নানা মত ছিল। নির্বাচকদের যুক্তি ছিল, বিজয় শঙ্কর অলরাউন্ডার হওয়ায় ব্য়াটিং, বোলিং ফিল্ডিং - ক্রিকেটের তিন বিভাগেই তিনি কার্যকরী হবেন। তাঁকে বলা হয়েছিল থ্রিডি ক্রিকেটার।

এই বিষয়টিকে অন্য মাত্রা দিয়েছিলেন আম্বাতি রায়ডু। দলে সুযোগ না পাওয়া হতাশা তিনি ব্যক্ত করেছিলেন সোশ্য়াল মিডিয়ায়। নির্বাচকদের শঙ্করকে 'থ্রিডি ক্রিকেটার' বলাকে ব্যঙ্গ করে তিনি বলেন, বিশ্বকাপ দেখবেন 'থ্রিডি চশমা' দিয়ে।

Latest Videos

এরপর বিশ্বকাপে প্রথম চার ম্যাচে সুযোগ না পেলেও শিখর ধাওয়ানের চোট তাঁর সামনে খেলার সুযোগ এনে দেয়। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে ১৫ রান করে অপরজাত ছিলেন। বল হাতে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এক্ষেত্রেও সুযোগ এসেছিল ভুবনেশ্বর কুমারের চোটের কারণে। ভুবি ওভার শেষ করতে না পারায় তাঁর হাতে শেষ দুই বল করার ভার দিয়েছিলেন বিরাট কোহলি। আর বিশ্বকাপের অভিষেক ম্যাচের প্রথম বলেই তিনি উইকেট তুলে নেন।

সমস্যা হল আফগানিস্তান ম্যাচের আগে তিনি নিজেই পড়েছেন চোটের কবলে। অনুশীলনে বুমরার ইয়র্কার তাঁর বাঁপায়ে এসে আছড়ে পড়ে। যে কারণে তিনি আফগান চ্যালেঞ্জের ২৪ ঘন্টা আগেও খুঁড়িয়ে হাঁটছেন। আর এরপরই নেটিজেনরা মজা করে বলছেন, বিজয় শঙ্করের চোটের জন্য় দায়ী আম্বাতি রায়ডু ও ঋষভ পন্থের 'কালা জাদু'। কেউ বলছেন তাঁর উপর কারোর 'থ্রিডি নজর' লেগেছে।

কোনও দলই তার জয়ী একাদশ বদলাতে চায় না। অস্ট্রেলিয়া ম্য়াচের পর ধাওয়ানের চোটের জন্য ভারত কিন্তু প্রথম একাদশ বদলাতে বাধ্য হয়েছিল। আফগানিস্তান ম্যাচে শেষ পর্যন্ত বিজয় শঙ্কর খেলতে না পারলে কিন্তু ফের বদলাতে হবে টিম কম্বিনেশন।

 

Share this article
click me!

Latest Videos

'পুলিশ তৃণমূলের কাউকে টাচ করতেই ভয় পায়' কেন! জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP vs TMC |
৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati