অল্পের জন্য বেঁচে গেলেন কোহলি! আমলা কিন্তু বিরাট পিছিয়ে থাকলেন না

Published : Jun 20, 2019, 03:01 AM ISTUpdated : Jun 20, 2019, 02:02 PM IST
অল্পের জন্য বেঁচে গেলেন কোহলি! আমলা কিন্তু বিরাট পিছিয়ে থাকলেন না

সংক্ষিপ্ত

একদিনের ক্রিকেটে ৮০০০ রান সম্পূর্ণ করলেন হাশিম আমলা এই মাইল ফলকে পৌঁছতে তিনি নিলেন ১৭৬টি ইনিংস তিনি হবেন দ্বিতীয় দ্রুততম তালিকার একেবারে প্রথমে রয়েছেন বিরাট কোহলি

বার্মিংহামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একেবারে শেষ ওভারে পরাজিত হয়েছে দক্ষিণ আপ্রিকা। এদিনের উইকেটে ব্যাট করা ছিল বেশ কঠিন। আর সেই পিচেই এদিন আমলা ৮৩ বলে ৫৫ রানের একটি অতি প্রয়োজনীয় ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকা ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন। আর তারমধ্যেই করে ফেললেন একটি রেকর্ড।

বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এদিন তিনি একদিনের ক্রিকেটে ৮০০০ রান পূর্ণ করলেন। ইনিংসের ১২তম ওভারে ২৩ রানে ব্যাট করছিলেন আমলা। সেখান থেকে দুই রান নিয়ে ২৫-এ  পৌঁছতেই তিনি ৮০০০ রানের মাইলস্টোনে পৌঁছান।

৮০০০ রানের শিকরে সবার আগে পৌঁছনোর নজির অবশ্য রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির হাতে। বিরাট ৮০০০ রান পেয়েছিলেন ১৭৫টি ইনিংসে। আমার লাগল একটি ইনিংস বেশি।

তাঁর পরের দ্রুততমরা হলেন - এবিডিভিলিয়ার্স (১৮২), সৌরভ গঙ্গোপাধ্য়ায় (২০০) এবং রোহিত শর্মা (২০০)।

PREV
click me!

Recommended Stories

Messi in Delhi: দিল্লীতে মেসির সঙ্গে দেখা করতে পারেন বিরাট? স্ত্রী অনুষ্কাকে নিয়ে দেশে ফিরলেন কোহলি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় টি-২০ ম্যাচে সহজ জয়, সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল