বিশ্বকাপের ৩৯তম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও ওয়েস্টইন্ডিজ। টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিল ওয়েস্টইন্ডিজ। আগেই সেমিফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে গিয়েছিল ক্যারিবিয়ানরা। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত হেরে যাওয়ায় সেমিফািনালের আশা শেষ শ্রীলঙ্কারও।
বিশ্বকাপের ৩৯তম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও ওয়েস্টইন্ডিজ। টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিল ওয়েস্টইন্ডিজ। আগেই সেমিফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে গিয়েছিল ক্যারিবিয়ানরা। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত হেরে যাওয়ায় সেমিফািনালের আশা শেষ শ্রীলঙ্কারও।
এই অবস্থায় দুই দলেই হল বেশ কয়েকটি পরিবর্তন। কেমার রোচ অসুস্থ থাকায় তাঁর বদলে এদিন খেলছেন শ্যানন গ্যাব্রিয়েল।
অন্যদিকে শ্রীলঙ্কা দলে হয়েছে তিনটি পরিবর্তন। এই ম্য়াচে খেলছেন থিরিমানে, ভ্যান্ডারসে ও কাসুন রাজিথা।
এই দিনের দুই দলের প্রথম একাদশ -
শ্রীলঙ্কা: দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, আবিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, লাহিরু থিরিমানে, ধনঞ্জয় ডিসিলভা, ইশুরু উদানা, জেফ্রি ভ্যান্ডারসে, কাসুন রাজীথা, লাসিথ মালিঙ্গা।
ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, সুনিল অম্ব্রিশ, শাই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, কার্লোস ব্রেথওয়েট, ফাবিয়ান অ্যালেন, শেলডন কটরেল, ওশেন থমাস, শ্যানন গ্যাব্রিয়েল।