আইসিসি বিশ্বকাপ ২০১৯ - রেকর্ড অর্থ-পুরস্কারের ঘোষণা! চ্যাম্পিয়ন পাবে কত

Published : May 18, 2019, 12:56 PM ISTUpdated : May 18, 2019, 02:42 PM IST
আইসিসি বিশ্বকাপ ২০১৯ - রেকর্ড অর্থ-পুরস্কারের ঘোষণা! চ্যাম্পিয়ন পাবে কত

সংক্ষিপ্ত

৩০ মে থেকে শুরু হচ্ছে আইসিসি বিশ্বকাপ ২০১৯ তার আগে টুর্নামেন্টের পুরস্কার মূল্য ঘোষণা করল আইসিসি সব মিলিয়ে মোট ১ কোটি ডলারের পুরস্কার মূল্য ধার্য হয়েছে সিংহভাগই যাবে চ্যাম্পিয়নদের পকেটে  

৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলস-এ শুরু হচ্ছে আইসিসি বিশ্বকাপ ২০১৯। যা নিয়ে এখন অংগ্রহণকারী ১০টি দেশেই সাজো সাজো রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, ঘসামাজা। প্রতিটি দেশের সঙ্গে তৈরি হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসিও। ইতিমধ্যেই দুর্দান্ত এক ধারাভাষ্যকারদের প্যানেল ও ম্য়াচ সম্প্রচারের অত্যাধুনিক পরিকল্পনার কথা প্রকাশ করেছে তারা। এবার জানানো হল টুর্নামেন্টের পুরস্কার অর্থও।

আইসিসি জানিয়েছে সব মিলিয়ে মোট ১ কোটি ডলারের পুরস্কার মূল্য ধার্য হয়েছে। এর সিংহভাগই অবশ্য যাবে চ্যাম্পিয়নদের পকেটে।

এবারের ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়নরা সুদৃশ্য ট্রফির সঙ্গে পুরস্কার হিসেবে পাবেন ৪০ লক্ষ ডলার অর্থাত ভারতীয় মুদ্রায় ২৮,১৩,৫৯,৩১১ টাকা। যা ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ পুরস্কার মূল্য। এর আগেরবার অর্থাত ২০১৫ বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া দল পেয়েছিল ৩৯,৭৫,০০০ ডলার। চার বছর পরে পুরস্কার মূল্য বেড়েছে ২৫,০০০ ডলার।

এছাড়া, ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের রানার্স-আপরা পাবেন ২০ লক্ষ ডলার বা ভারতীয় মুদ্রায় ১৪,০৬,৯৩,৮৬১ টাকা। এছাড়া দুই পরাজিত সেমি-ফাইনালিস্ট দল পাবে ৮ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৫,৬২,৭৭,৯৭৪ টাকা) করে।      

এইবারের টুর্নামেন্ট খেলা হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। অর্থাৎ লিগ পর্বে অংশগ্রহণকারী সবক’টি দলই একেস অপরের মুখোমুখি হবে। এর আগে ১৯৯২ সালের বিশ্বকাপে এই ফর্ম্যাটে খেলা হয়েছিল। প্রতি লিগ ম্যাচ জিতলে অর্থ পুরস্কার হিসেবে মিলবে ৪০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় ২৮,১৩,৬৯৮ টাকা) করে। অর্থাৎ লিগের ৪৫টি ম্যাচেই পুরস্কার হিসেবে আইসিসির খরচ হবে মোট ১৮ লক্ষ ডলার বা ১২,৬৬,২৫,১১৫ ভারতীয় টাকা।

রাউন্ড রবিন লিগের সেরা চার দল সেমিফাইনাল খেলবে। বিদায় নেবে ছয়টি দল। এই ছয় দলও খালি হাতে দেশে ফিরবে না। প্রতি দল পাবে ১ লক্ষ ডলার বা ভারতীয় মুদ্রায় ৭০,৩৪,৫১৮ টাকা করে। এই বাবদ আইসিসির মোট খরচ ৬ লক্ষ মার্কিন ডলার বা ৪,২১,৯৯,২০৫ ভারতীয় টাকা।    

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত