বৃথা গেল কাপ্তানের পরামর্শ! বিশ্বকাপে সর্বনিম্ন রানের লজ্জায় পড়ল পাকিস্তান

  • ম্যাচের আগে পরামর্শ এসেছিল স্বয়ং ইমরান খানের
  • তাতে অবশ্য লাভ হল না
  • বিশ্বকাপে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর করল পাকিস্তান
  • বড় পরাজয় হল ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে

১৯৯২ সালে বেশ দুর্বল একটি দলকেই তিনি নিজস্ব ক্যারিশমায় তুলে নিয়ে গিয়েছিলেন ভিন্ন মাত্রায়। দেশকে এনে দিয়েছিলেন বিশ্বকাপ। সেই কাপ্তান এক আর শুধু ক্রিকেট দলের নয়, পাকিস্তান দেশেরই কাপ্তান। বিশ্বকাপ অভিযান শুরুর আগে বর্তমান দলকেও পরামর্শ দিয়েছিলেন ইমরান খান। তাতে দেশের ক্রিকেট প্রেমীরা আবেগে ভাসলেও কাজ হল না সরফরাজদের। বরং বিশ্বকাপ ২০১৯-এর প্রথম ম্যাচেই তাদের জুটল দ্বিতীয় সর্বনিন্ম স্কোরের লজ্জা।  

এদিন ওশানে থমাসদের লাগাতার শর্ট বলের মোকাবিলা করতে সম্পূর্ণ ব্যর্থ হল পাকিস্তান দল। ২১.৪ ওবারে র্যন্ত স্থায়ী হয় তাদের ইনিংস। ১০৫-এর বেশি তুলতে পারেনি। মজার ব্যাপার হল বিশ্বকাপে এদিনের থেকেও কম স্কোরে একবারই আউট হয়েছে পাকিস্তান। সেই লজ্জায় পাকিস্তান পড়েছিল ১৯৯২ বিশ্বকাপেই। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ৭৪ রানেই অলআউট হয়ে গিয়েছিল ইমরান খানের দল।

Latest Videos

এদিন ম্যাচের আগে ইমরান খান টুইট করে বলেন, তিনি তাঁর দলের ছেলেদের যা পরামর্শ দিতেন, বর্তমান দলকেও একই পরামর্শ দিতে চান। তা হল ১০০ শতাংশ দিতে হবে। শেষ বল পর্যন্ত লড়তে হবে। ভয় পেয়ে গুটিয়ে গেলে চলবে না। ভয় যেন দলের কৌশল বা খেলায় প্রভাব না ফেলতে পারে। গোটা দেশের মানুষের সমর্থন ও দোয়া সরফরাজের দলের সঙ্গে রয়েছে বলেও জানান তিনি।

তা পাক ক্রিকেট সমর্থকদের মন ছুঁয়ে গিয়েছে। অনেকেই তাঁকে জানিয়েছএন, তিনি এখনও 'কাপ্তান'। কিন্তু কাপ্তানের অনুপ্রেরণায় পাকিস্তান দলের কোনও উন্নতি ঘটেনি। চলতি বছরে পর পর দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া. ইংল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ হেরেছে পাকিস্তান। গা-ঘামানো ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধেও পরাজিত হয়েছে। আর বিশ্বকাপের শুরুতেই খেতে হল লজ্জার হোঁচট।

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ