কিউইদের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করছে ভারত! দলে কারা কারা সুযোগ পেলেন

  • গা ঘামানো ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড
  • টসে জিতলেন বিরাট কোহলি
  • আগে ব্যাট করার সিদ্ধান্ত
  • এই ম্যাচে ১৩ জন খেলোয়াড় খেলানো যাবে

 

শনিবার লন্ডনের কেনিংটন ওভালে আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর সরকারি গা-ঘামানো ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি। বিরাট জানিয়েছেন দলের সকলকেই ইংরেজ পিচ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতে চান তাঁরা। সেই কারণেই আগে ব্য়াট করার সিদ্ধান্ত নিয়েছেন।
 
গা-ঘামানো ম্য়াচ বলে, দুই দলই মোট ১৩ জন খেলোাড়কে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারবে প্রথম একাদশে। আইপিএল-এই চোট পেয়েছিলেন কেদার যাদব। শুক্রবার অনুসীলনে আবার হাতে চোট পেয়েছেন বিজয় শঙ্কর। এই দুই ক্রিকেটার বাদে স্কোয়াডের বাকি সব সদস্যকেই এই ম্যাচে খেলানো হচ্ছে।

অপরদিকে কিউই দলের প্রথম উইকেটরক্ষক টম ল্যাথামেরও চোট রয়েছে। তাঁর বদলে এদিন ব্ল্যাক ক্যাপস দলে খেলছেন এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া টম ব্লান্ডেল। এছাড়া কেইন উইলিয়ামসন এদিন দলের বাইরে রেখেছেন জোরে বোলার ম্য়াট হেনরিকে।

Latest Videos

দেখে নেওয়া যাক দুই দলের এদিনের দল -

ভারত (১৩ জনের): রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, এমএস ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার , যুজবেন্দ্র চাহাল।

নিউজিল্যান্ড (১৩ জনের): কলিন মুনরো, মার্টিন গাপ্টিল, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), রস টেলর, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ইশ সোধি।

 

Share this article
click me!

Latest Videos

Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul