নিয়মরক্ষার ম্যাচেও ভারতের জয়, ফের দুরন্ত রোহিত, শতরান রাহুলেরও

Published : Jul 06, 2019, 11:26 PM ISTUpdated : Jul 06, 2019, 11:48 PM IST
নিয়মরক্ষার ম্যাচেও ভারতের জয়, ফের দুরন্ত রোহিত, শতরান রাহুলেরও

সংক্ষিপ্ত

বিশ্বকাপে শনিবার রাউন্ড রবিন লিগ শেষ হল  এই দিন রাউন্ড রবিন লিগে ভারত তাদের শেষ ম্যাচে নেমেছিল  প্রতিপক্ষ শ্রীলঙ্কা আগেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিল  ফলে শ্রীলঙ্কার কাছে এই ম্যাচ নিছক নিয়মরক্ষার হয়ে দাঁড়ায় 

বিশ্বকাপ ক্রিকেটের রাউন্ড রবিন লিগে তাদের শেষ ম্যাচেও জয়ী বিরাট কোহলির দল। প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ৩৯ বল বাকি থাকতেই ৭ উইকেট পরাস্ত করল তাঁরা। এই জয়ে ভারতের পয়েন্ট ৯ ম্যাচে ১৫। কিন্তু, ভারত পয়েন্ট টেবিলের শীর্ষে থাকছে কি না তা এখনও পরিষ্কার নয়। কারণ, এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচ চলছে। অস্ট্রেলিয়া ৮ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেলে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে। ফলে, সেমিফাইনালে ভারত কোনওভাবেই ইংল্যান্ডকে এড়াতে পারছে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

এদিন টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়। পঞ্চাশ ওভারে শ্রীলঙ্কা ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করে। শ্রীলঙ্কার হাল আরও খারাপ হত যদি না অ্যাঞ্জেলা ম্যাথিউজ দুরন্ত ব্যাটিং করতেন। ম্যাথিউজ-এর ১১৩ রান এবং থিরিমানে-র ৫৩ রানের সুবাদে শ্রীলঙ্কা ২৫০ রানের বেড়া টপকাতে সমর্থ হয়েছিল। খেলার শুরু থেকেই বুমরা ফাস্ট বোলিং-এর সামনে অসহায় দেখাচ্ছিল শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। বুমরার স্যুইং-এর বিষাক্ত ছোবলে প্যাভিলিয়নে ফেরত যান শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান করুণারত্নে এবং কুশল পেরেরা।

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?