বিশ্বকাপ ক্রিকেটের রাউন্ড রবিন লিগে তাদের শেষ ম্যাচেও জয়ী বিরাট কোহলির দল। প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ৩৯ বল বাকি থাকতেই ৭ উইকেট পরাস্ত করল তাঁরা। এই জয়ে ভারতের পয়েন্ট ৯ ম্যাচে ১৫। কিন্তু, ভারত পয়েন্ট টেবিলের শীর্ষে থাকছে কি না তা এখনও পরিষ্কার নয়। কারণ, এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচ চলছে। অস্ট্রেলিয়া ৮ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেলে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে। ফলে, সেমিফাইনালে ভারত কোনওভাবেই ইংল্যান্ডকে এড়াতে পারছে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
এদিন টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়। পঞ্চাশ ওভারে শ্রীলঙ্কা ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করে। শ্রীলঙ্কার হাল আরও খারাপ হত যদি না অ্যাঞ্জেলা ম্যাথিউজ দুরন্ত ব্যাটিং করতেন। ম্যাথিউজ-এর ১১৩ রান এবং থিরিমানে-র ৫৩ রানের সুবাদে শ্রীলঙ্কা ২৫০ রানের বেড়া টপকাতে সমর্থ হয়েছিল। খেলার শুরু থেকেই বুমরা ফাস্ট বোলিং-এর সামনে অসহায় দেখাচ্ছিল শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। বুমরার স্যুইং-এর বিষাক্ত ছোবলে প্যাভিলিয়নে ফেরত যান শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান করুণারত্নে এবং কুশল পেরেরা।