বুড়ো হাড়েই খেল, অসামান্য ক্যাচে বিশ্বকাপে রেকর্ড তাহিরের - দেখুন ভিডিও

 

  • ইমরান তাহিরের মুকুটে আরও এক পালক
  • পাক ওপেনার ইমামুল হককে এক হাতে ধরা দুরন্ত ক্যাচে, কট অ্যান্ড বোল্ড করেন তিনি
  • বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারি হলেন
  • প্রোটিয়া কিংবদন্তি অ্যালান ডোনাল্ডকে টপকে গেলেন

'বুড়ো' ইমরান তাহিরের মুকুটে জুড়ল আরও একটি পালক। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ৩০ নম্বর ম্যাচে পাক ওপেনার ইমামুল হককে এক হাতে ধরা দুরন্ত ক্যাচে, কট অ্যান্ড বোল্ড করেন তাহির। বিশ্বকাপে ৩৯টি শিকার হয়ে গেল তাঁর। আর তার ফলেই প্রোটিয়া কিংবদন্তি অ্যালান ডোনাল্ডকে টপকে তিনিই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারি হলেন।

তাহির ও ডোনাল্ডের পর এই তালিকায় আছেন শন পোলক. তাঁর রয়েছএ ৩১টি বিশ্বকাপ উইকেট। তারপর আছেন মর্নি মর্কেল ও ডেল স্টেইন। তাঁদের উইকেট সংখ্যা ২৬ ও ২৩।

Latest Videos

ডোনাল্ডের থেকে ৬টি ইনিংস কম খেলেই এই কৃতিত্বের অধিকারী হলেন তিনি। ডোনাল্ড ২৫ ইনিংসে নিয়েছিলেন ৩৮ উইকেট। তাহিরের ৩৯ উইকেট এল ১৯ ইনিংস খেলে। এদিন লর্ডসে তিনি শুধু ইমামুল নয়, ফিরিয়ে দিয়েছেন অপর পাক ওপেনার ফখর জামানকেও।

৪০ বছরের তাহির সীমিত ওভারের ক্রিকেটে এখনও দারুণ কার্যকরী। মাঠে দারুণ পারফর্ম করে চলেছেন। সেই সঙ্গে ধরে রেখেছেন ফিটনেসও। এখনও তাঁকে ছাড়া প্রোটিয়া প্রথছম একাদশ তৈরি করা সম্ভব নয়। আর বিশ্বকাপ এলে যেন তাঁর দক্ষতার স্ফুরণ আরও বেশি বেশি করে হয়। বিশ্বকাপে তাঁর বোলিং গড় ১৮.৪৮ এবং ওভার প্রতি রান দিয়েছেন মাত্র ৪.৩২ করে।

 

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata