আজব ক্রিকেট দিবস! বিশ্বকাপে ১৭ ছয়ের বৃষ্টি, অন্যদিকে ৬ রানে অলআউট একটি দল

 

  • বিশ্বকাপে এক ইনিংসে ১৭টি ছয় মারার রেকর্ড করলেন অইন মর্গান
  • আর একই দিনে টি২০ ম্যাচে মাত্র ৬ রানে অলআউট হয়ে গেল মালির মহিলা দল
  • রোয়ান্ডা জিতল মাত্র ৪ বলেই
  • এর আগে চিনের মহিলা দল ১৪ রানে অলআউট হয়েছিল

amartya lahiri | Published : Jun 19, 2019 12:19 PM IST

১৮ জুন, ২০১৯ তারিখটা ক্রিকেটের জন্য এক অদ্ভুত দিন গেল। একদিকে বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে এক ইনিংসে ১৭টি ছয় মেরে রেকর্ড করলেন ইংরেজ অধিনায়ক অইন মর্গান। আবার একই দিনে আন্তর্জাতিক টি২০ ম্যাচে মাত্র ৬ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়ল আরেকটি দল।

মঙ্গলবার মহিলাদের এক আন্তর্জাতিক টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই আফ্রিকান দেশ - রোয়ান্ডা ও মালি। প্রথমে ব্য়াট করতে নেমে ৯ ওভার ব্যাট করে মাত্র ৬ রানেই অলআউট হয়ে যায় মালি। আরও বিস্ময়কর হল মালির একমাত্র একজন ব্যাটারই রান পেয়েছএন। তিনি করেন ১ রান। বাকি নয়জনই শূন্যতেই প্যাভিলিয়নে ফেরেন। আর বাকি পাঁচটি রান এসেছে অতিরিক্ত হিসেবে। মালির এই রান তুলতে রোয়ান্ডা মাত্র ৪ বল নেয়। একটিও ফউকেট তারা খোয়ায়নি।

এর আগে মহিলাদেরর আন্তর্জাতিক টি২০ ম্যাচে সর্বনিম্ন রানের রেকর্ড ছিল চিনের মহিলা দলের। চলতি বছরের জানুয়ারিতেই আরব আমিরশাহির মহিলা দলের বিরুদ্ধে তাঁরা ১৪ রানে অলআউট হয়ে গিয়েছিল। আগে ব্যাট করা আমিরশাহি জিতেছিল রেকর্ড ১৮৯ রানে।

Share this article
click me!