টেস্ট সেন্টারের পক্ষে এবার বিরাটের হয়ে ব্যাট ধরলেন অনিল কুম্বলে

  • টেস্ট ক্রিকেটের মাহাত্ব বাড়াতে চাইছেন অনিল কুম্বলে
  • বিরাটের সঙ্গে একমত প্রকাশ প্রাক্তন ভারত অধিনায়কের
  • দিন রাতের টেস্ট নিয়েও মুখ খুললেন প্রাক্তন ভারতীয় কোচ
  • টেস্ট সেন্টার খোলার পক্ষে এবার সাওয়াল কুম্বলের

Anirban Sinha Roy | Published : Oct 26, 2019 1:35 PM IST

ভারতীয় ক্রিকেট হোক বা বিশ্ব ক্রিকেট। দিনে দিনে কমছে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা। আর সেটাকে কেন্দ্র করেই ইতিমধ্যে ভারতীয় ক্রিকেটে উঠে গিয়েছে ঝড়। টেস্ট ক্রিকেটকে ভারতে আরও বেশি করে প্রচলিত করতে পদক্ষেপ নেবেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এমনটাও জানিয়ে দেন মহারাজ। একই সঙ্গে টেস্ট সেন্টারের কখা তুলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও ও রাত দিনের পিঙ্ক বলের টেস্ট ম্যাচের প্রস্তাব দিয়েছেন সৌরভ। এবার বিরাট ও সৌরভের সেই প্রস্তাবকে সায় দিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় টেস্ট অধিনায়ক ও ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে।

আরও পড়ুন, সৌরভ, কোহলির যুগলবন্দিতে এবার ভারতে শুরু হবে দিন রাতের পিঙ্ক বল টেস্ট

১৯৮০ ও ৯০ সালে উৎসবের দিনেও খেলা হত টেস্ট আর ফের সেই জিনিসকে ফিরিয়ে আনার প্রস্তাব রাখলেন কুম্বলে। একই সঙ্গে টেস্ট সেন্টারের ব্যবস্থা করা উচিত বলেও মনে করেন কুম্বলে। জাম্বো বলেন, 'টেস্ট সেন্টার অবশ্যই হওয়া উচিত। যে ভাবে টেস্ট ক্রিকেট গুরুত্ব হারাছে সেটা একদমই উচিত নয়। ভারতীয় ক্রিকেট শুধু নয় সব দেশেই হারাছে টেস্টের মাহাত্ব। এবার টেস্ট ক্রিকেটকে তুলে ধরতে হবে। আর সেই কারণে পুরোনো দিনেও ফিরতে হতে পারে। এমনকি উৎসবের দিনগুলোতে ম্যাচ রাখলে আরও ভালো হয়। আগে যেমনটা হতো। তবে টেস্ট সেন্টার করা উচিত। অন্তত মানুষ বুঝতে পারবে যে এখানে টেস্ট ক্রিকেট হয়।'

আরও পড়ুন, উৎসবের আনন্দে অধিনায়ক কিং কোহলির এক ঝলক

একই সঙ্গে কুম্বলে আরও বলেন, 'ভারতীয় দলের কোচ থাকা কালিন এর আগে অনেক অনেক বার দেখেছি কয়েক জায়গায় বেশ ভালো দর্শক হয়। তবে টেস্ট সেন্টার শুরু করলে মনে হয় ভালোই হবে। পাশাপাশি রাত দিনের টেস্ট ক্রিকেটের যুক্তিটাও খুব খারাপ না। একটা হাফে আমরা ভালো দর্শক পেতে পারি। একই সঙ্গে কোন সময় খেলা ফেলতে হবে সেই নিয়ে কিছুটা সংশয় হতে পারে। ফের একবার একটা ভালো সময় ফেরাতে হবে টেস্ট ক্রিকেটে। দেখা যাক কতটা উন্মাদনা ফিরে পায় টেস্ট ক্রিকেট।' 

Share this article
click me!