নিজের ও দলের খারাপ পারফরম্যান্স থেকে বিরাট কোহলির ব্যাটিং, একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন কেএল রাহুল

এশিয়া কাপ ২০২২ (Asia Cup 2022) -এর লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। এরপরই একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন কেএল রাহুল (KL Rahul)।

আসন্ন টি ২০ বিশ্বকাপের আগে এশিয়া কাপই ছিল ভারতীয় দলের কাছে সবথেকে বড় প্রতিযোগিতা। কিন্তু শুরু ভালো করলেও অষ্টমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ হয়নি টিম ইন্ডিয়ার। প্রতিযোগিতার সুপার ফোর রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তবে এই হার নিয়ে খুব একটা চিন্তিত নয় ভারতীয় দলের সহ অধিনায়ক ও আফগানিস্তান ম্যচে অধিনায়কত্বের দায়িত্বে থাকা কেএল রাহুল। আশানরূপ ফল না হলেও এই হার থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন কেএল রাহুল। একইসঙ্গে প্রতিযোগিতায় ব্যাট হাতে ছন্দে না থাকার আফশোস থাকলেও আফগানিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করা ও ছন্দে ফেরায় খুশি ভারতীয় দলের তারকা ওপেনার। বিরাট কোহলিকে নিয়েও প্রতিক্রিয়া দেন তিনি।

ভারতীয় দলের খারাপ পারফরম্যান্স-
ভারতীয় দলের পারফরম্যান্স নিয়েল প্রতুক্রিয়া দিতে গিয়ে কেএল রাহুল বলেন,'ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই আমরা এশিয়া কাপ খেলতে এসেছিলাম। চ্যাম্পিয়ন হতে চেয়েছিলাম আমরা। বড় প্রতিযোগিতা জিততে পারা সব সময়ই গুরুত্বপূর্ণ। ফাইনালে উঠতে না পারা হতাশার হলেও ইতিবাচক দিকও রয়েছে। এই প্রতিযোগিতায় আমাদের যথেষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। কোথায় কোথায় আমাদের উন্নতি করতে হবে, সেটা বুঝতে পেরেছি আমরা। এই প্রতিযোগিতাটা আমাদের ভাল হল না। কিন্তু আমরা অনেক কিছু শিখে ফিরছি।'

Latest Videos

বিরাট কোহলির ব্যাটিং-
প্রতিযোগিতায় বিরাট কোহলির ছন্দে ফেরা ও আফগানিস্তান ম্যাচে সেঞ্চুরি রপা নিয়ে রাহুল বলেন,'বিরাটের জন্য রান পাওয়া আমাদের জন্য একটি বড় বোনাস। আজ তাঁর ব্যাটিং নিয়ে খুশি হওয়া উচিত। তিনি গত ২-৩ সিরিজ ধরে তার খেলার উপর কাজ করছেন এবং এটি সুন্দরভাবে পরিণত হয়েছে। এভাবে ২-৩ ইনিংস খেললে আত্মবিশ্বাস পাওয়া যায়। সে এভাবে খেলতে পেরে খুশি। ওপেনিং করলেই যে সেঞ্চুরি করতে পারেন এমন নয়। তিনি যদি তিন নম্বরে ব্যাট করতে পারেন, তবে তিনি সেঞ্চুরিও করতে পারেন এবং দল তাঁর কাছ থেকে কী ভূমিকা চায় তা নিয়ে আমরা স্পষ্ট। আজ তিনি তাঁর ভূমিকা সুন্দরভাবে পালন করেছেন। ভালো পারফরম্যান্স দিয়ে পরবর্তী সিরিজে নিজের পরবর্তী চরিত্রে পালন করবেন কিনা তা নিয়ে কোনও প্রশ্নবোধক চিহ্ন নেই।'

নিজের ছন্দে ফেরা-
নিজের ব্যাটিং নিয়ে কেএল রাহুল বলেছেন,'বড় চোট এবং অস্ত্রোপচারের পর ফিরে মাঠে ফিরেছি। বিষয়টা এক দমই সহজ নয়। আগের মতো ব্যাট-বলের সংযোগ এবং ছন্দ পেতে কিছুটা সময় লাগে। সেই ছন্দটাই এত দিন পাচ্ছিলাম না। আফগানিস্তানের বিরুদ্ধে পুরনো ছন্দ ফিরে পেয়ে ভাল লাগছে। কয়েকটা বল ব্যাটের মাঝ খান দিয়ে খেলার পরেই আত্মবিশ্বাস পেয়ে যাই। হংকংয়ের বিরুদ্ধেও ব্যাট-বলে ভাল হচ্ছিল আমার। তখনই মনে হয়েছিল, ভাল কিছু হবে। পাকিস্তান ম্যাচেও আত্মবিশ্বাসী ছিলাম। কয়েকটা ভাল শটও মারি। কিন্তু শেষ পর্যন্ত খুবই হতাশজনক হয়েছিল।'

প্রসঙ্গত, টি২০ বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলবে ভারতীয় দল। সেখানে টি২০ বিশ্বকাপে যেই ক্রিকেটাররা যাবে মূলত তাদেরই খেলানো হবে বলে মনে করা হচ্ছে। ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটে নামার আগে এই দুই সিরিজে চূড়ান্ত প্রস্তুতি সারবে টিম ইন্ডিয়া। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর