India vs Pakistan- কবে হবে দ্বিপাক্ষিক সিরিজ, বড়সড় আপডেট দিল আইসিসি

টি২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারত বনাম পাকিস্তান (Indian vs Pakistan) ম্যাচে হারতে হয়েছিল বিরাট কোহলিদের (Virat Kohli))। কিন্তু দর্শক সংখ্যার নিরিখে রেকর্ড গড়েছিল ভারত-পাকিস্তান। তারপর দুই চিরপ্রতীদ্বন্দ্বী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের (bilateral series)দাবি উঠতে থাকে। এবার সেই নিয়ে বড়সড় আপডেট দিল আইসিসি (ICC)।

টি২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল (Indian vs Pakistan)। সেই ম্য়াচে ১০ উইকেটে লজ্জার হারের সম্মুখীন হতে  হয় বিরাট কোহলি (Virat Kohli)-রোহিত শর্মাদের (Rohit Sharma)। বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে নজির সৃষ্টি করে বাবর আজমের (Babar Azam)দল। সবরকম প্ল্যাটফর্ম মিলিয়ে দর্শক সংখ্যার নিরিখে টি২০ ক্রিকেটের (T20 Cricket) ইতিহাসে রেকর্ডও সৃষ্টি করে ভারত-পাক ম্যাচ। প্রথম ম্যাচে পাকিস্তান ও দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের জেরে টি২০ বিশ্বকাপ থেকেও ছিটকে যায় ভারতীয় দল। কিন্তু টি২০ বিশ্বকাপ ভারত-পাক ম্যাচের পর থেকেই  প্রাক্তন ক্রিকেটাররা দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ (bilateral series) শুরু করার দাবি তোলে। এবার ভারত-পাক সিরিজ নিয়ে বড়সড় আপডেট দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। 

Latest Videos

২০১২ সালে শেষবার দ্বিপাক্ষিক  সিরিজে মুখোমুখি  হয়েছিল চিরপ্রতীদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। কিন্তু কারপর দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন, সীমান্তে বারবার উত্তেজনা সহ একাধিক কারণে আইসিসি ট্রফি ছাড়া মুখোমুখি হয়নি ভারত-পাক। এমনকী আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভারত-পাক সিরিজ রাখা হয়নি। তবে দুই দল ফাইনালে উঠলে নিরপেক্ষ ভ্যেনুতে ম্য়াচ আয়োজনের কথা জানিয়েছে। তবে বর্তমানে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি যা তাতে খুব শীঘ্রই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার  সম্ভাবনা  নেই বলে জানিয়েছেন আইসিসি প্রধান নির্বাহী অ্যালারডাইস। দুই বোর্ড ও সরকার একমত না হলে আইসিসির সিরিজ আয়োজনের কোনও এক্তিয়ার নেই বলেও জানিয়েছেন তিনি।

অ্যালারডাইস বলেছেন,'দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক ও বিসিসিআই-পিসিবি'র সম্পর্ক নিয়ে আইসিসি একবারেই ভাবতে রাজি নয়। তাছাড়া দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের ক্ষেত্রে দুই দেশ ও উক্ত দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতি প্রয়োজন। এখানে আমাদের কিছুই করণীয় নেই। তবে দুই দেশ যদি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি হয়, তাহলে আইসিসি অবশ্যই এগিয়ে আসবে। আমাদের ইভেন্টে দুই দল মুখোমুখি হলে, আমরা অবশ্যই তাদের লড়াই আমরা উপভোগ করি। কিন্তু বাকিটা আমাদের হাতে নেই।' ফলে আইসিসি আধিকারিকের বক্তব্য থেকেই পরিষ্কার অদূর ভবিষ্যতেও আইসিসি ট্রফি বাদ দিয়ে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা  নেই।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury