Aus vs Eng-Ashes 3rd Test: রুটের রেকর্ড ছাড়া ধরাশায়ী ইংল্যান্ড, তৃতীয় টেস্টেও দুরন্ত অজি

অ্যাসেজ সিরিজে (Ashes Series) অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (Australia vs England) টেস্ট সিরিজের  তীয় ম্য়াচ। মেলবোর্নে (Melbourne Cricket Ground) বক্সিং ডে টেস্টের (Boxing Day Test) প্রথম দিনে ১৮৫ রানে অলআউট ইংল্যান্ড। দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬১ রানে ১ উইকেট। 
 

অস্ট্রেলিয়া বনাম ইংল্য়ান্ডের (Australia vs England)  অ্যাসেজ সিরিজের (Ashes Series) তৃতীয় টেস্ট তথা ব্যক্সিং ডে টেস্টের (Boxing Day Test)প্রথম দিনের খেলার শেষে বিপাকে ব্রিটিশ লায়ন্সরা। এমনিতেই সিরিজের প্রথম দুটি টেস্টে হেরে ২-০ ব্য়বধানে পিছিয়ে রয়েছে জো রুটের (Joe Root) দল। প্রথম দুটি ম্যাচে কোনও রকম লড়াই দিতে পারেনি ইংল্যান্ড। একতরফা ম্য়াচে দাপট দেখিয়ে জয় পেয়েছে ব্য়াগি গ্রিনরা। তৃতীয় টেস্টে ইংল্য়ান্ডের সামনে রয়েছে সিরিজ হারের ভ্রুকুটি। আশা করা হয়েছিল তৃতীয় ম্য়াচ থেকে লড়াইয়ে ফিরবে রুট বাহিনী। কিনতু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম দিনই পুরো ব্য়াট করতে পারেনি ইংল্যান্ড। অসি  বোলারদের দাপটে ১৮৫ রানেই অলআউট হয়ে যায় ব্রিটিশরা। জবাবে প্রথম দিনের শেষেই প্যাট কামিন্সের (Pat Cummins) স্কোর ৬১ রানে ১ উইকেট। ফলে তৃতীয় টেস্টের প্রথম দিন থেকেই ব্য়াকফুটে ইংল্য়ান্ড।

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্য়াট কামিন্স। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সদের আগুনে বোলিংয়ের সামনে প্রথম থেকেই নিয়মতি ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। অধিনায়ক জো রুট অর্ধশতরান ছাড়া তেমনভাবে কোনও ইংরেজ ব্যাটসম্যানই বড় রান করতে পারেনি। রুট ছাড়া ইংল্য়ান্ড ব্যটিংলাইনআপে জনি বেয়ারস্টো ৩৫ রান ও বেন স্টোকস ২৫ রান করে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করলেও বেশিদূর ইনিংস টেনে নিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত ১৮৫ রানে অলআউট হয়ে যায় ব্রিটিশ লায়ন্সরা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন অধিনায়ক প্যাট কামিন্স ও ন্যাথান লিয়ঁ। এছাড়া মিচেল স্টার্ক নেন ২টি উইকেট ও একটি করে উইকেট নেন স্কট বোল্যান্ড, ক্যামেরন গ্রিন। জবাবে প্রথম ইনিংসে ব্য়াট করতে নেমে ভালো শুরু করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মার্কাস হ্যারিস। ওপেনিংয়ে অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুই ওপেনার। ৫৭ রানে দিনের একমাত্র উইকেট পড়ে অজিদের। ৩৮ রান করে জেমস অ্যান্ডারসনের বলে আউট হন ওয়ার্নার। দিনের শেষে অস্ট্রেলিয়া ৬১ রানে এক উইকেট। ক্রিজে রয়েছেন মার্কাস হ্যারিস  ও নাইট ওয়াচ ম্যান ন্যাথান লিয়ঁ।

Latest Videos

দল ছন্দে না থাকলেও, অ্য়াসেজের মত প্রেস্টিজিয়াস সিরিজ হারের খাড়া  ঝুললেও ব্যাট হাতে কিন্তু জো রুট একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। অ্য়াসেজ সিরিজেও ইংল্য়ান্ডের মধ্যে একমাত্র জো রুটই রানের মধ্যে রয়েছে। তৃতীয় টেস্ট অধিনায়ক হিসেবে এক বছরে রানের নিরিখে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথকে টপকে গেলেন ইংল্যান্ড অধিনায়ক। চলতি বছর টেস্টে ১৬৮০ রান হল তাঁর। অধিনায়ক হিসেবে টেস্টে এক ক্যালেন্ডার বছরে এত রান আর কারও নেই। ২০০৮ সালে ১৬৫৬ রান করেছিলেন স্মিথ। তাঁকে টপকে গেলেন রুট। অধিনায়ক ছাড়াও শুধু মাত্র ব্য়াটসম্য়ান হিসেবে এই তালিকায় ৩ নম্বরে রয়েছেন রুট। ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস ১৯৭৬ সালে এক ক্যালেন্ডার ইয়ারে ১৭১০ ও পাকিস্তানের মহম্মদ ইউসুফ ২০০৬ সালে এক বছরে ১৭৮৮ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে শতরান করতে পারলে ক্রিকেটার হিসেবেও এক ক্যালেন্ডার বছরে ব্যক্তিগত রানের নিরিখে শীর্ষে যাওয়ার সুযোগ রয়েছে জো রুটের সামনে।

Share this article
click me!

Latest Videos

TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech