বরোদার বিরুদ্ধে কামব্য়াক বাংলার, চতুর্থ দিনে জয়ের স্বপ্ন দেখছে অভিমূন্য ঈশ্বরণের দল

বোলারদের অনবদ্য বোলিং ও ব্যাটসম্য়ানদের লড়াকু ব্য়াটিং। দুই সৌজন্যে বরোদার বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্য়াচে কামব্য়াক করল বাংলা ক্রিকেট দল (Bengal Cricket Team)। চতুর্থ দিন জয়ের স্বপ্ন দেখছে অভিমূন্য ঈশ্বরণের (Abhimanyu Easwaran) দল।
 

বরোদার (Baroda) বিরুদ্ধে র়ঞ্জি ট্রফির (Ranji Trophy)প্রথম ম্য়াচে ঘুড়ে দাঁড়াল  বাংলা ক্রিকেট দল (Bengal Cricket Team)। তৃতীয় দিনে বাংলার বোলারদের দাপট অদিনায়ক অভিমূন্য ঈশ্বরণের (Abhimanyu Easwaran) লড়াকু ব্য়াটিংয়ের সৌজন্যে ম্য়াচের শেষ দিনে জয়ের গন্ধও পেতে শুরু করেছে অরুণ লালের দল। প্রথম ইনিংসে বরোদা অলআউট হয়ে যায় ১৮১ রানে। জবাবে প্রথম ইনিংসে বাংলার ব্য়াটিং ভরাডুবি ঘটে। মাত্র ৮৮ রানে শেষ হয়ে যায় মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদারদের ইনিংস। জবাবে দ্বিতীয় ইনিংসে ফের ভালো বোলিং করেন বাংলার পেসাররা। ২৫৫ রানে শেষে হয় বরোদার দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ৯৩ রানের লিডের সৌজন্যে ৩৪৯ রানের টার্গেট দেয় কেদার দেবধরের দল। রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে বাংলার স্কোর ১৪৬ রানে ২ উইকেট।

দ্বিতীয় দিনের শেষে বরোদার স্কোর ছিল ৫ উইকেটে ১৪৪ রান। তৃতীয় দিনেও দুরন্ত বোলিং করেন বাংলার পেসাররা। মিতেশ প্য়াটেল ৫৭ রানের ইনিংস না খেললে আরও কম রানে শেষ হতে পারত বরোদার ইনিংস। শেষ পর্যন্ত ২৫৫ রানে থামে বরোদার দ্বিতীয় ইনিমংস। বাংলার হয়ে ৩টি করে উইকেট নেন ইশান পোড়েল ও আকাশ দীপ। এছাড়া দুটি উইকেট নেন মুকেশ কুমার। একটি উইকেট নেন শাহবাজ আহমেদ। রান তাড়া করতে নেমে ইনিংসের শুরুটা ভালোই করে বাংলা দল। ৮৯ রানের পার্টনারশিপ করেন দুই ওপেনার সুদীপ ঘরামি ও অভিমুন্য ঈশ্বরণ। তারপর ২৭ রান করে আউট হন সুদীপ ঘরামি। কিন্তু খাতা না খুলেই প্যাভেলিয়নে ফেরত যান ঋত্ত্বিক চট্টোপাধ্যায়। এরপর দলের ইনিংসের রাশ ধরেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান অভিমূন্য ঈশ্বরণ ও অনুষ্টপ মজুমদার। নিজের অর্ধশতরানও পূরণ করেন বাংলার অধিনায়ক। শেষ দিনে জয়ের জন্য বাংলার দরকার ২০৩ রান। হাতে রয়েছে ৮ উইকেট। 

Latest Videos

ম্য়াচে তৃতীয় দিনের খেলা শেষে বাংলা অধিনায়ক অভিমূন্য ঈশ্বরণের গলাতেও শোনা গেল আত্মবিশ্বাসের সুর। প্রথম ইনিংসে নিজেদের ব্যর্থতা স্বীকার করার পাশাপাশি বোলারদের ভূয়সী প্রশংসা করেন অভিমূন্য ইশ্বরণ। একইসঙ্গে চতুর্থ দিনে তারাল যে জয়ের জন্য ঝাঁপাবেন সেই কথাও সাফ জানিয়ে দেন বাংলা অধিনায়ক। তিনি বলেন, 'প্রথম ইনিংসে আমরা নিজেদের ক্ষমতা অনুযায়ী ব্যাট করতে পারিনি। নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারিনি। কিন্তু আমরা পরিশ্রম করেছি। নিজেদের উপর আস্থা রেখেছি। আমাদের যা ব্যাটিং লাইন-আপ, তাতে আমরা জেতার জন্যই ঝাঁপাব। ব্যাট করার পক্ষে এই উইকেট যথেষ্ট ভাল। আমাদের বোলাররা যে ভাবে বল করেছে, তা অসাধারণ। বোলাররাই আমাদের ম্যাচে ফিরিয়েছে। ওরা টানা দু’দিন ধরে বল করছে। প্রত্যেকে ভাল বল করেছে। আমরা যদি শেষ দিন প্রথম ঘণ্টায় ভাল ব্যাট করতে পারি, তা হলে আমরা অনেকটাই এগিয়ে যাব। জেতার জন্য ঝাঁপাব।'

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
'রোহিঙ্গারা মমতার ভোট ব্যাঙ্ক তাই তিনি বিএসএফকে জমি দিচ্ছে না' বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today