শুক্রবার সকালেই রডনি মার্শের প্রয়ামের খবরে হৃদয় ভারাক্রান্ত হয়েছিল ক্রিকেট বিশ্বের। সেই শোকের রেশ মেলাতে না মেলাতেই আরও এক হৃদয় বিদারক খবর।
ক্রিকেট বিশ্বে (Cricket World) নক্ষত্র পতন। প্রয়াত হলেন অস্ট্রেলিয়ার তথা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন (Shane Warne)। হৃদরোগে আক্রান্ত (heart attack) হয়ে প্রয়াত হন টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তাইল্যান্ডে নিজের ভিলায় মৃত্যু হয় কিংবদন্তী লেগ স্পিনারের। শেন ওয়ার্নের সংস্থার তরফে মৃত্যুর খবর নিশ্চিৎ করা হয়। ওয়ার্নের এজেন্সির তরফে এই বিষয়ে বিবৃতিতে জানানো হয়, ‘শেন ওয়ার্নকে উনার বাংলোয় নিষ্প্রাণ অবস্থায় পাওয়া যায়। মেডিকেল দল নিজেদের পুরো চেষ্টা করেও তাঁকে আর ফেরাতে পারেনি। উনার পরিবার এই সময় একা থাকতে চায় এবং সময়মতো এই বিষয়ে বাকি তথ্য দেওয়া হবে।’ওয়ার্নের মৃত্যুর খবরে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব।
শুক্রবার সকালেই প্রয়াত হন আরেক কিংবদন্তী ক্রিকেটার রড মার্শ। সেই খবরেই শোক প্রকাশ করে ক্রিকেট বিশ্ব। রড মার্শের মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন শেন ওয়ার্নাও। শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বার্তাও দেন তিনি। ট্যুইট শেন শেন ওয়ার্ন লিখেছিলেন,‘রড মার্শ প্রয়াত হওয়ার খবর শুনে খুব খারা লাগছে। উনি ক্রিকেটের কিংবদন্তি ছিলেন। বহু তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা ছিলেন। রড ক্রিকেটের যত্নকরতেন। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের অনেক কিছু দিয়েছেন।’কিন্তু কেউ ভাবতেও পারেননি সন্ধ্যা বেলায় সবথেকে বড় দুঃসংবাদটা অপেক্ষা করছে ক্রিকেট বিশ্বের জন্য। সকলকে কাঁদিয়ে বিদায় জানিয়ে চির নিদ্রায় চলে যাবেন বিশ্ব ক্রিকেটের সেরা লেগ স্পিনার।
প্রসঙ্গত, নিজের কেরিয়ারে অসংখ্যা মাইলস্টোন রয়েছে শেন ওয়ার্নের ঝুলিতে। ১৪৫টি টেস্ট ম্য়াচ খেলে শেন ওয়ার্নের ঝুলিতে রয়েছে ৭০৮টি উইকেট। শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের পর তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। একদিনের ক্রিকেটে ১৯৪ ম্য়াচে খেলে নিয়েছেন ২৯৩টি উইকেট। দেশের হয়ে জিতেছেন ক্রিকেট বিশ্বকাপ (Cricket World Cup) । ক্রিকেটকে বিদায় জানানোর পর ফ্র্যাঞ্চাইজি বেস ক্রিকেট লিগেও নিজের জাত চিনিয়েছেন কিংবদন্তী লেগ স্পিনার। ২০০৮ সালে প্রথম আইপিএলে (IPL) অন্য়ান্য দলের থেকে অপেক্ষাকৃত কম শক্তির দল নিয়ে রাজস্থান রয়্যালসকে চ্যাম্পিয়ন করোছিলেন তিনি। প্রথম আইপিএল জয়ী অধিনায়ক হিসেবে খোদাই থাকবে তাঁর নাম। খেলেছেন বিগ ব্য়াশ লিগেও। এমন কিংবদন্তী একাল প্রয়াণ ক্রিকেট বিশ্বের কাছে মেনে নেওয়া সত্য়িই কঠিন।