মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানালো ক্রিকেট মহল

Published : Oct 15, 2019, 04:30 PM IST
মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানালো ক্রিকেট মহল

সংক্ষিপ্ত

ডক্তর আব্দুল কালামের ৮৮ তম জন্মদিবস মিসাইল ম্যানেক শ্রদ্ধা জানালেন ভারতীয় ক্রিকেটাররা প্রাক্তন থেকে বর্তমান স্মরণ করলেন আব্দুল কালামকে মিসাইল ম্যানকে শ্রদ্ধা বীরু, লক্ষ্মণ সহ ধাওয়ানদের

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও ভারতের অন্যতম সেরা বিজ্ঞানী ছিলেন এপিজে আব্দুল কালাম। এবছর ৮৮ তম জন্মবার্ষিকী ভারতীয় এই তারকার। আর তাঁর জন্মদিনে তাঁকে এবার শ্রদ্ধাঞ্জলি জানালো প্রাক্তন ভারতীয় ক্রিকেটার থেকে শুরু করে বর্তমানেরা। প্রাক্তন রাষ্ট্রপতিকে মঙ্গলবার টুইট করে শ্রদ্ধা জানান বীরেন্দ্র শেহওয়াগ, ভিভিএস লক্ষ্মণ সহ মহম্মদ কাইফরা। একই সঙ্গে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন শিখর ধাওয়ানও।

মঙ্গলবার এপিজে আব্দুল কালামকে জন্মদিন শ্রদ্ধাজ্ঞাপন করে বীরেন্দ্র শেহওয়াগ লেখেন, 'ডক্তর কালামকে অনেক শ্রদ্ধা জানাছি। অন্যতম সেরা ভারতবাসি তিনি। কালাম সাহেবকে সেলাম।'


একই সঙ্গে শ্রদ্ধা জানিয়ে ভিভিএস লক্ষ্মণ লেখেন, 'ডক্তর কালাম সাহেবের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাছি। তাঁর কথা থেকে শুরু করে ধ্যান জ্ঞান অন্য ধরনের ছিল। ওনাকে অনেক সম্মান জানাছি।'


মহম্মদ কাইফ লেখেন, 'ডক্তর কালাম স্যারকে শ্রদ্ধা জানাছি। দেশের মিসাইল ম্যান তিনি। তাঁর কোনও তুলনা হয় না।'


প্রাক্তনদের পাশাপাশি বর্তমান ভারতীয় ক্রিকেট দলের সদস্য শিখর ধাওয়ানও শ্রদ্ধা জানান ভারতের মিসাইল ম্যানকে। দেশের জন্য তাঁর অনবদ্য অবদানের জন্য এই মানুষটির কাছে সব সময় কৃতজ্ঞ ভারতবাসি। আর সেই কারণে ক্রিকেট মহল থেকে শুরু করে সবাই তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন ডক্তর এপিজে আব্দুল কালামকে।

PREV
click me!

Recommended Stories

Ranji Trophy 2026: সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে বাংলা, দ্বিতীয় দিনের শেষে এগিয়ে ৩৯৩ রানে
IND vs NZ 2nd T20: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দলে দুটি পরিবর্তন? সম্ভাব্য প্রথম একাদশ