নিলামে বিক্রি হল স্যার ডন ব্র্যাডম্যানের 'ব্যাগি গ্রিন' টুপি, দাম জানলে অবাক হবেন আপনিও

  • নিলামে বিক্রি হল স্যার ডন ব্র্যাডম্যানের টুপি
  • অভিষেক টেস্টের টুপি তোলা হয়েছিল নিলামে
  • নিলামে এক ব্যবসায়ী কিনল সেই ঐতিহাসিক টুপি
  • অস্ট্রেলিয়ায় প্রদর্শন করা হবে কিংবদন্তীর এই স্মারক
     

ঘোষণা আগেই করা হয়েছিল নিলামে তোলা হবে কিংবদন্তী অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ। বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠ ব্যাটসম্যানের অভিষেক টেস্টের ক্যাপ ছিল এটি। ফলে প্রত্যাশা করাই হচ্ছিল যে আকাশছোঁয়া দাম উঠতে চলেছে এই ব্যাগি গ্রিন টুপির। কারণ এই টুপির ঐতিহাসিক গুরুত্ব বা বিশেষত্ব নিয়ে আলাদ করে কিছু বলার অপেক্ষা রাখে না। নিলামে এই টুপিটি কিনলেন বিখ্যাত ব্যাবসায়ী পিটার ফ্রিডম্যান।

Latest Videos

কত টাকার বিনিময়ে স্যার ডন ব্র্যাডম্যানের অভিষেক টেস্টের ব্যাগি গ্রিন ক্যাপ কিনেছেন পিটার ফ্রিডম্যান, তা জানলে চোখ কপালে উঠবে আপনারও। নিলাম অংশ নিয়ে সাড়ে চার লক্ষ অস্ট্রেলিয়ান ডলারে  টুপিটি কিনেছেন ওই ব্যবসায়ী। কিংবদন্তী ব্যাটসম্যানের টুপি নিয়ে আলাদা পরিকল্পনাও রয়েছে পিটার ফ্রিডম্যানের। এই টুপিটি অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন তিনি। জানা যায় ১৯৫৯ সালে স্যার ডোনাল্ড তাঁর প্রতিবেশী পিটার ডানহামকে উপহার দিয়েছিলেন। এবার সেই ঐতিহাসিক সকলের জন্য দেখার ব্যবস্থা করবেন পিটার ফ্রিডম্যান। 

১৯০৮ সালের ২৭ অগাস্ট জন্মগ্রহণ করেন  ডন ব্র্যাডম্যান। ১৯২৮ সালের ৩০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ড্রন ব্র্যাডম্যানের। ৫২টি টেস্টে মোট ৬৯৯৬ রান করেছিলেন অজি তারকা। তারমধ্যে ২৯টি শতরান ও ১৩টি অর্ধশতরান চিল। তাঁর ব্যাটিং ড় ছিল ৯৯.৯৪। যেই রেকর্ড এখনও পর্যন্ত কেউ স্পর্শ করতে পারেনি। ১৯৪৮ সালে ১৮ অগাস্ট নিজের কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলেন ডন ব্র্যাডম্যান। ২০০১ সালের ২৫ ফেব্রুয়ারি প্রয়াত হন কিংবদন্তী ক্রিকেটার।

Share this article
click me!

Latest Videos

বাংলার সাহস! কাঁটাতারের বেড়া দিয়ে দিল গ্রামবাসীরা, BGB'র বাধা! রক্ষা করতে এল BSF | Mekhliganj
চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস Rachana Banerjee-র | Hooghly News Today
সীমান্তে অনুপ্রবেশের মাষ্টারমাইন্ড বাংলাদেশের BGB? কড়া জবাব দেবে BSF | India Bangladesh Border |
স্কুলে নেই পানীয় জল! Mid Day Meal-এর ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন
Kho Kho World Cup 2025: দেশের বুকে এবার খো খো বিশ্বকাপ, ভারতীয় দলকে কারা নেতৃত্ব দেবেন?