একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত, আতঙ্ক ভারতীয় ক্রিকেট মহলে

  • ফের করোনা আক্রান্ত প্রাক্ত ক্রিকেটার
  • সচিন, ইউসুফ পাঠানের পর এস বদ্রীনাথ
  • করোনা আক্রান্ত হওয়ার কথা জানালেন তিনি
  • বদ্রীনাও অংশ নিয়েছিলে রোড সেফটি সিরিজে
     

Sudip Paul | Published : Mar 29, 2021 10:55 AM IST

করোনা আক্রান্ত হলেন আরও এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। এবার মারণ ভাইরাসে আক্রান্ত এস বদ্রীনাথ। বদ্রীনাথও সদ্য সমাপ্ত রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নিয়েছিলেন বদ্রীনাথ। ভারতীয় লেজেন্ড দলে খেলেছিলেন তিনি। বিগত কয়েক দিনের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন ভারতীয় লেজেন্ড দলের অধিনায়ক ও কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর, তারপর করোনা আক্রান্ত হয়েছেন ইউসুফ পাঠান। এবার বদ্রীনাথ আক্রান্ত হওয়ায় প্রশ্নে রোড সেফটি সিরিজ।

নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা সোশ্যা মিডিয়ায় নিজেই জানিয়েছেন এস বদ্রীনাথ। ট্যুইটারে তিনি লিখেছেন,'‘আমি সমস্ত ধরনের সতর্কতা অবলম্বন করেছি। নিয়মিত কোভিড টেস্ট করেছি। তবু আমি কোভিড পজিটিভ। তবে আমার খুব সামান্য লক্ষণ রয়েছে। আমি যাবতীয় নিয়ম মেনে চলব। বাড়িতেই আইসোলেশনে থাকব। এবং চিকিৎসক যা বলবে, সেগুলি পালন করব।' তবে আশঙ্কার কোনও কারণ নে। বর্তমানে সম্পূর্ণ স্থিতিশীল রয়েছেন বদ্রীনাথ। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন সকলে।

 

 

ভারতে ফের প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই দৈনিক সংক্রমণের সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। যা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের অন্দরেও। এরই মধ্যে সচিন সহ একের পর এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা করোনা আক্রান্ত হওয়ার চিন্তার ভাঁজ আরও চওড়া হয়েছে। একই সঙ্গে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের জৈব সুরক্ষা বলয় নিয়েও উঠছে প্রশ্ন। সিরিজে অংশ নেওয়া বাকি প্লেয়ারদের মধ্যে বাড়ছে আতঙ্ক।
 

Share this article
click me!