প্রকাশিত হলো আইপিএল-সূচি. প্রথম ম্যাচেই কঠিন লড়াই কলকাতার

  • ২০২০ সালের আইপিএল-এর গ্রুপ স্টেজ-এর সূচি প্রকাশ
  • প্রথম ম্যাচে মুখোমুখি মুম্বাই এবং চেন্নাই
  • ৫০ দিন ধরে চলবে এবারের আইপিএল
  • ৩১ মার্চ মাঠে নামছে কলকাতা
     

debamoy ghosh | Published : Feb 15, 2020 7:02 PM IST / Updated: Feb 16 2020, 12:33 AM IST

প্রকাশিত হল আইপিএল- ১৩-র গ্রুপ স্টেজ-এর ক্রীড়াসূচি। সূচি অনুযায়ী এবারও আট দলের টুর্নামেন্ট- এ প্রতিটি দল সাতটি করেই হোম ম্যাচ খেলার সুযোগ পাবে। এবারের আইপিএল শুরু হচ্ছে ২৯ মার্চ থেকে। প্রথম ম্যাচে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স মাঠে নামবে এম এস ধোনির চেন্নাই সুপার কিংস-এর বিরুদ্ধে। ফাইনাল হবে ২৪ মে। 

সূচি অনুযায়ী এবার বিরাট কোহলি-র আরসিবি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে ৩১ মার্চ আইপিএল অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ৩ এপ্রিল কলকাতায় দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালস-এর বিরুদ্ধে মাঠে নামবেন দীনেশ কার্তিকরা।

 

 

এবারের আইপিএল-এ আর অন্যান্য বছরের মতো শনিবার দু'টি করে খেলা রাখা হয়নি। তবে রবিবার দু'টি করেই খেলা থাকছে। যার ফলে এ বছর প্রায় এক সপ্তাহ বেশি সময় ধরে চলবে আইপিএল। ৪৪ দিনের বদলে টুর্নামেন্ট চলবে ৫০ দিব ধরে। গ্রুপ স্টেজ-এর প্রথম ম্যাচ-এর মতো শেষ ম্যাচেও মাঠে নামবে মুম্বাই। ১৭ মে চিন্নাস্বামী স্টেডিয়াম-এ তাদের প্রতিপক্ষ বিরাট কোহলির আরসিবি। 

আইপিএল-এর সূচি প্রকাশিত হওয়ার পরে সব দলই তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। এবারের আইপিএল শুরুর তিন দিন আগে আন্তর্জাতিক ম্যাচ খেলা বিভিন্ন দলের সেরা ক্রিকেটারদের নিয়ে একটি প্রদর্শনী ম্যাচ-এর আয়োজন করেছে বিসিসিাই। এই ম্যাচ থেকে সংগৃহীত অর্থ কোনও মহৎ উদ্দেশেই ব্যবহার করা হবে। নিউজিল্যান্ড সফরের পরে ঘরে মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবেন কোহলিরা। মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সিরিজ-এর শেষ ম্যাচের এগারো দিন পর শুরু হবে এবারের আইপিএল।
 

Share this article
click me!