ভারত-পাক মো ম্য়াচে কেমন হবে দুই দলের একাদশ, মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কে, জানুন এক ঝলকে

রবিবার আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২২ (ICC Womens World Cup 2022) -এ মুখোমুখি ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করাই লক্ষ্য মিতালি রাজ (Mithali Raj) ও  বিসমাহ মাহরুফের (Bismah Maroof)দলের। ম্য়াচের আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ (Probable playing 11) ও মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান (head to head statistics)।

রবিবার আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২২-এর (ICC Womens World Cup 2022) মহারণ। মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতীদ্বন্দ্বী দেশে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। গতবছর টি২০ বিশ্বকাপে বাবর আজমের (Babar Azam) দলের কাছে বিরাট কোহলিদের (Virat Kohli)। সেই ম্য়াচের বদলা দেখার মিতালি রাজ (Mithali Raj), ঝুলন গোস্বামী (Jhulan Goswami), হরমনপ্রীত কউরদের (Harmanpreet Kaur)কাছে দেখার অপেক্ষায় ভারতী ক্রিকেট প্রেমিরা। আত্মবিশ্বাসী হলেও বিশ্বকাপের মত বড় মঞ্চে চিরপ্রতীদ্বন্দ্বী দেশকে একেবারেই হালকাভাবে নিতে নারাজ  উইমেন্স ইন ব্লুরা। অপরদিকে ভারতের বিরুদ্ধে ৫০ ওভার অর্থাৎ একদিনের ম্য়াচে প্রথম জয় পেতে মরিয়া পাকিস্তান মহিলা ক্রিকেট (Pakistan Cricket Team) দলও।  ফলে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্য়াচে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ মিতালি রাজ ও বিসমাহ মারুফের দল। রবিবার নিউজ্যান্ডের বে ওভালে হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। 

মেগা ম্য়াচের আগে  অনুশীলনে নিজেদের যাবতীয় শক্তি ঝালিয়ে নিয়েছে দুই দল। পূর্ণ শক্তির দল নিয়ে নামতে প্রস্তুত ভারত ও পাকিস্তান দুই দলই। ফলে দুই দলের প্রথম  একাদশ কী হবে তা নিয়ে রয়েছেন জল্পনা। এখনও পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্য়াটিং লাইনআপে থাকছেন যস্তিকা ভাটিয়া, স্মৃতি মন্ধনা, শেফালি ভার্মা, মিতালি রাজ (অধিনায়ক), হরমনপ্রীত কউর। দলে উইকেট রক্ষকের ভূমিকায় খেলবেন রিচা ঘোষ। অলরাউন্ডারে ভূমিকায় থাকছেন দীপ্তি শর্মা, পুজা ভাস্ত্রাকর। টিম ইন্ডিয়ার বোলিং লাইনআপে থাকছেন ঝুলন গোস্বামী, রেণুকা সিং ও পুণম যাদবের মধ্যে একজন। এছাড়া রাজেশ্বরী গায়কোয়ার্ড। 

Latest Videos

ভারতী দলের সম্ভাব্য একাদশ-
যস্তিকা ভাটিয়া
স্মৃতি মন্ধনা
শেফালি ভার্মা
মিতালি রাজ (অধিনায়ক)
হরমনপ্রীত কউর
রিচা ঘোষ (উইকেট রক্ষক)
দীপ্তি শর্মা
পুজা ভাস্ত্রাকর
ঝুলন গোস্বামী
রেণুকা সিং/পুণম যাদব
রাজেশ্বরী গায়কোয়ার্ড

অপরদিকে, ভারতের বিরদ্ধে লড়াই দিতে প্রস্তুত পাকিস্তান দলও। প্রস্তুতি পর্বে পাক দলের দুরন্ত ফর্ম ভারত ম্য়াচের আগে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়েছে বিসমাহ মাহরুফের দলকে।  পাক দলের প্রথমে একদশে সম্ভাব্য ক্রিকেটাররা হলেন, ব্যাটিং লাইনে উইকেট রক্ষক ব্য়াটসম্য়ান মুনিবা আলি, জাভেরিয়া খান, নাহিদা খান
বিসমাহ মারুফ (অধিনায়ক), নিদা দার, আলিয়া রিয়াজ, ওমাইমা সোহেল। এদের মধ্যে ফাতিমা সানা, বিসমাহ মাহরুফ, ওমাইমা সোহেলরা অলরাউন্ডারের ভূমিকা পালন করতে সক্ষম। এছড়া বোলিং লাইনআপে রয়েছেন ফতিমা সানা,  দিয়ানা বেইগ, নাশরা সান্ধু, আনম আমিন।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ-
মুনিবা আলি (উইকেট রক্ষক)
জাভেরিয়া খান
নাহিদা খান
বিসমাহ মারুফ (অধিনায়ক)
নিদা দার
আলিয়া রিয়াজ
ওমাইমা সোহেল
ফতিমা সানা
দিয়ানা বেইগ
নাশরা সান্ধু
আনম আমিন

মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান-
ওয়ান ডে ক্রিকেটে দুই দলের পরসংখ্যানের নিরিখে কিন্তু অনেকটাই এগিয়ে ভারতীয় মহিলা দল। এখনও ১০টি একদিনের ম্য়াচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। যেখানে ১০ টির মধ্যে ১০টিতেই জয় পেয়েছে ভারত। একদিনের বিশ্বকাপে ২ দলের ২ বার সাক্ষা হয়েছে। সেখানেও একশো শতাংশ জয়ের রেকর্ড রয়েছে ভারতের।  ফলে মেগা ইভেন্টে কিছুটা অ্যাডভান্টেজ নিয়েই নামছে উইমেন্স ইন ব্লুরা।
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর