'ভাথি কামিং'-এর তালে তুমুল নাচ অশ্বিন, পান্ডিয়া, কুলদীপের, দেখুন ভাইরাল ভিডিও

  • ২৪ তারিখ থেকে ইংল্যান্ডে শুরু ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট
  • মোতেরাতে পিঙ্ক বল টেস্ট ঘিরে চড়তে শুরু করেছে উন্মাদনার পারদ
  • তার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভারতীয় ক্রিকেটারদের নাচের ভিডিও
  • যেখানে দক্ষিণী সিনেমার গানে উদ্দাম নাচতে দেখা য়ায় অশ্বিন, পান্ডিয়া, কুলদীপকে
     

'ভাথি কামিং' এই গানের তালে নেট  দুনিয়ায় এখন কোমড় দোলাচ্ছেন সকলেই। বাদ যাচ্ছেন না সেলিব্রিটিরাও। সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল ভাইরাল দক্ষিণী অভিনেতা বিজয়ের সিনেমা ‘মাস্টার’এর জনপ্রিয় গান। এই ভাইরাল গানে কোমড় দোলানো থেকে বাদ যাচ্ছেন না ক্রিকেটাররা। প্রথমে এই গানে কোমড় দোলাতে দেখা যায় দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন তামিলনাড়ু দলকে। সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পর ড্রেসিংরুমে ডিকের নেতৃত্বে এই গানে নাচতে দেখা যায় সকলকে।

 

Latest Videos

 

'ভাথি কামিং' ক্যাচি মিউজিক মন ছুঁয়ে গিয়েছে সকলের। দেশের ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেটাররা সকলেই মজেছেন দিক্ষিণী এই নয়া গানের তালে। এবার এই গানের তালে নাচতে দেখা গেল ভারতীয় দলের তারকাদের। 'ভাথি কামিং'এর তালে অশ্বিন, পান্ডিয়া ও কুলদীপকে শরীর দোলাতে দেখা যায়। ইনস্টাগ্রামে নিজেদের নাচের ভিডিও পোস্ট করেন অশ্বিন। বলাবাহুল্য, অশ্বিনকে এমন মেজাজে আগে খুব কমই দেখা গিয়েছে। তবে ভারতীয় ক্রিকেটারদের এই নাচ নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে।

 

 

ভাইরাল এই নাচের ভিডিওতে দেখা য়ায়, প্রথমে নাচেক শুরু করেন রবিচন্দ্রন অশ্বিন। তারপর অশ্বিনের কথায় তাকে সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া। দুজন মিলে নাচার সময় পেছন থেকে এসে  তাদের সঙ্গে যোগ দেন কুলদীপ যাদব। আর ভারতীয় চায়না ম্যান স্পিনার যোগ দিয়েই উদ্দাম নাচ শুরু করেন। শেষে তিন জন মিলেই চুটিয়ে নাচেন গানটিতে। 'ভাথি কামিং'-এর জনপ্রিয়তা যে এবার ভারতীয় দলের অন্দরেও প্রবেশ করেছে এই ভিডিও তারই প্রমাণ।
 

Share this article
click me!

Latest Videos

'ওদের চোখের জলে ধ্বংস হয়ে যাবে মমতা' | Suvendu Adhikari | #shorts | #shortsvideo | #shortsfeed |
সোনারপুরে বসে কি ছক কষছিল ৫ বাংলাদেশী! গ্রেফতার হতেই পালাল বাড়ির মালিক | Sonarpur Latest News
'দুলাল সরকার খুনে দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
PM Modi Live : জম্মু- কাশ্মীরের সোনমার্গে প্রধানমন্ত্রী মোদী, সরাসরি | Asianet News Bangla Live
Suvendu Adhikari Live: স্যালাইন কাণ্ড নিয়ে সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু, দেখুন সরাসরি