IND vs NZ, 2nd T20I, Highlights - ১৬ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতল ভারত, সিরিজও

সংক্ষিপ্ত

শুক্রবার রাঁচিতে ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ। দেখে নিন জমজমাট ম্য়াচের প্রতি হাইলাইটস (Highlights).
 

10:54 PM (IST) Nov 19

পর পর দুই ছয়ে খেলা শেষ করে দিলেন পন্থ

রোহিতের পর ১৬তম ওভারে সুর্যকুমার যাদবকেও আউট করে দিয়েছিলেন টিম সাউদি। কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে মিলে, পরপর দুই ম্যাচে লা শেষ করে মাঠ ছাড়লেন ঋষভ পন্থ। ১৮তম ওভারে জেমস নিশামের প্রথম দুই বলে পরপর দুটি ছয় মেরে, ভারতকে জয়ে পৌঁছে দিলেন তিনি। 

১৭.২ ওভারের পর স্কোর

ভারত ১৫৫-৩

ভেঙ্কটেশ আইয়ার ১২(১১)

ঋষভ পান্ত ১২(৬) 

10:40 PM (IST) Nov 19

আউট রোহিত

১৬তম ওভারে সাউদির বলে আউট হলেন রোহিত। ক্যাচ ধরলেন গাপটিল। অফ-কাটার বলে আউট হওয়ার আগে রোহিত করলেন ৩৬ বলে ৫৫ রান। মারলেন ১টি চার ও ৫টি ছয়। 

10:38 PM (IST) Nov 19

রোহিতের ৫০

৫০ রান করলেন রোহিত। ৩৫ বল খেলে। 

10:36 PM (IST) Nov 19

আউট রাহুল

১৪তম ওবারের দ্বিতীয় বলে টিম সাউদির বলে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন কেএল রাহুল। সাউদির অফ-কাটার পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্চ তোলেন তিনি। ৪৯ বলে ৬৫ রান করলেন তিনি। মারলেন ৬ টি চার এবং ২টি ছয়।  ক্রিজে আসলেন বাঁহাতি ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার।

১৪ ওভার পরে স্কোর

ভারত ১২২-১

ভেঙ্কটেশ আইয়ার ০(২)

রোহিত শর্মা ৪৮(৩৩),

10:12 PM (IST) Nov 19

অর্ঝশতরান করলেন রাহল

১১তম ওভারে অ্য়াডাম মিলনের বলে অর্ধশতরান পূর্ণ করলেন কেএল রাহুল। ৪০ বলে এল তাঁর ১৬তম অর্ধশতরান। 

10:07 PM (IST) Nov 19

উইকেট ধরে রাখলেও রান বেশি উঠল না

ভারত উইকেট ধরে রাখলেও রান বেশি উঠল না। তবে দশম ওভারে ২টি ছয় মারলেন রোহিত শর্মা। রান এল ১৬। অর্ধেক পথ অর্থাৎ ১০ ওভার শেষে ভারতের স্কোর 

ভারত ৭৯-০

কেএল রাহুল ৪৫(৩৮)

রোহিত শর্মা ৩০(২২)

09:32 PM (IST) Nov 19

হিটম্যানের প্রথম ছয়

চতুর্থ ওভারে প্রথম ছয় মারলেন রোহিত শর্মা। ২ বল আগেই চার মেরেছিলেন রাহুল। অ্য়াডাম মিলনের ওভার থেকে এল ১৪ রান।

৪ ওভারের পর স্কোর

ভারত ৩২-০

কেএল রাহুল ২২ (১৯)

রোহিত শর্মা ৮ (৫)

09:29 PM (IST) Nov 19

সাবধানী শুরু ভারতের

সাবধানে শুরু করল ভারত। সাউদি ও বোল্টের প্রথম দুই ওবার থেকে ৮ করে রান এলেও স্যান্টনার তৃতীয় ওভারে দিলেন মাত্র ২ রান।  

৩ ওভারের পর স্কোর
ভারত ১৮-০

রোহিত শর্মা ১(৩)

কেএল রাহুল ১৬(১৫)

09:18 PM (IST) Nov 19

২ বল হতে না হতেই নাটক

স্টাম্পের পিছনে যেখানে স্টাম্প মাইক রাখা থাকে সেখানে একটি গর্ত তৈরি হয়েছে। মাঠকর্মীদের ডেকে সেই গর্ত বোজানোর ব্যবস্থা করলেন আম্পায়াররা। তারপর আবার শুরু হল খেলা। প্রথম ওভার থেকে এল ৮ রান। 

১ ওভার পরে স্কোর

ভারত ৮-০

কেএল রাহুল ৭(৬)

রোহিত শর্মা ০(০)

09:16 PM (IST) Nov 19

শুরু হল রান তাড়া

নামলেন রাহুল ও রোহিত। শুরু হল রান তাড়া। রাহুল নিলেন স্ট্রাইক। বোলিং শুরু করলেন সাউদি।

09:00 PM (IST) Nov 19

কিউইরা শেষ করল ১৫৩-৬ স্কোরে

কিউইরা শেষ করল ১৫৩-৬ স্কোরে। ডেথ ওবারে দারুণ বল করলেন ভারতীয় বোলাররা। ১৮তম ওভারে ২ রান দিয়ে নিশামকে পেরালেন ভুবি। পরের ওভারে ৬ রান দিলেন হর্ষল, আর শেষ ওভারে ৭ রান দিলেন দীপক চাহার। 

২০ ওভারের পরে স্কোর

নিউজিল্যান্ড ১৫৩-৬

মিচেল স্যান্টনার ৮ (৯)

অ্যাডাম মিলনে ৫ (৪)

08:57 PM (IST) Nov 19

আউট নিশাম

১৮তম ওভারের শেষ বলে নায়কীয় পরিস্থিতিতে আউট হলেন জেমস নিশাম। ভুবনেশ্বর কুমারের বল তাঁর ব্যাটের কানা ছুঁয়ে গিয়েছিল পন্থের হাতে। আম্পায়ার অনিল কুমার চৌধুরী আউট দিলেন না। পন্ত বেশ কয়েকবার "হাউজ্যাট," হাউজ্যাট' করে চেঁচান। নিশাম অবশ্য আম্পায়ারের জন্য অপেক্ষা না করে প্যাভিলিয়নের দিকে হাঁটা দিলেন। করলেন ১২ বলে ৩ রান। 

08:39 PM (IST) Nov 19

হর্ষলের দ্বিতীয় উইকেট

কেরিয়ারের দ্বিতীয় উইকেট তুলে নিলেন হর্ষল প্যাটেল। ১৭তম ওভারের প্রথম বলে ছয়, দ্বিতীয় বলে নোবল - তারপরই হর্ষল প্যাটেলের হাত থেকে এল নিখুঁত স্লোয়ার বাউন্সার। পুল করতে গিয়ে ডিপ মিডউইকেটে ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ফিলিপস। করলেন ২১ বলে ৩৪ রান। মারলেন ১টি চার এবং ৩টি ছয়।

১৭ ওভার পর

নিউজিল্যান্ড ১৩৮-৫

জেমস নিশাম ২(৭)

মিচেল স্যান্টনার ০(০) 

08:28 PM (IST) Nov 19

দুর্দান্ত অশ্বিন

অশ্বিনের চাতুর্যের কাছে পরাস্ত টিম সেফার্ট। রিভার্স সুইপ করতে গিয়ে সোজা শর্ট থার্ড ম্যানে ভুবনেশ্বরের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ১৫ বলে ১৩ রান করে। আউট!! 

08:26 PM (IST) Nov 19

বাকি ৫ ওভার, ১২৫ রানে কিউইরা

বন্যার মতো রান আসছে। ১৫ ওভারের পর স্কোর

নিউজিল্যান্ড ১২৫-৩

টিম সেফার্ট ১৩(১৪)

গ্লেন ফিলিপস ২৫(১৬)

 

08:14 PM (IST) Nov 19

১০০-য় কিউইরা

১৩ ওভারে ১০০-য় পৌঁছালো কিউইরা। 

১৩ ওভারের পর স্কোর

নিউজিল্যান্ড ১০২-৩

গ্লেন ফিলিপস ১০ (১১)

টিম সেফার্ট ৬ (৭)

08:07 PM (IST) Nov 19

হর্ষলের প্রথম আন্তর্জাতিক উইকেট

নিজের প্রথম আন্তর্জাতিক উইকেটটি পেলেন হর্ষল প্যাটেল। এদিনই ভারতের হয়ে অভিষেক হয় তাঁর। ১২তম ওভারের দ্বিতীয় বলেই তাঁর গোপন অস্ত্র স্লোয়ারে পরাস্ত হলেন ডেরিল মিচেল। মারতে গিয়ে সোজা লং অফে সূর্যকুমার যাদবের হাতে। তিনি করলেন ২৮ বলে ৩১ রান।   

১২ ওভারের পর স্কোর
নিউজিল্যান্ড ৯৪-৩


টিম সেফার্ট ৪(৪)

গ্লেন ফিলিপস ৪(৮)

07:55 PM (IST) Nov 19

অর্ধেক পথে কিউদের রান ২ উইকেট হারিয়ে ৮৪-২

১০ ওভার পর কিউইদের রান ৮৪-২
গ্লেন ফিলিপস ১(৪)

ড্যারিল মিচেল ২৯ (২৪)

07:51 PM (IST) Nov 19

ভারতকে দ্বিতীয় উইকেট দিলেন অক্ষর প্যাটেল

ভারতকে দ্বিতীয় উইকেট দিলেন অক্ষর প্যাটেল। লং অফে কেএল  রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন চ্যাপম্যান। অক্ষর বলটি কিছুটা আগে ফেলে ব্যাটারকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু, গতি কমিয়ে দিয়েছিলেন। চ্যাপম্যান সেই ফাঁদে পড়লেন। রলেন ১৭ বলে ২১ রান। মারলেন ৩টি চার। 

৯ ওভারের পর স্কোর

নিউজিল্যান্ড ৮০-২

ড্যারিল মিচেল ২৭ (২২)

গ্লেন ফিলিপস ০(০)

07:37 PM (IST) Nov 19

পাওয়ার প্লে-তে ১ উইকেট হারিয়ে কিউরা তুলল ৬১ রান

পাওয়ার প্লে-তে ১ উইকেট হারিয়ে কিউইরা তুলল ৬১ রান। শুরুটা দারুণ হল। ভুবির প্রথম ওভার থেকেই এসেছিল ১৪ রান। পরের ওভারে চাহার দেন ১০। তৃতীয় ওভারে অক্ষর প্যাটেল দিয়েছিলেন মাত্র ৫। চতুর্থ ওভারে আবার ভুবির ওভার থেকে একটি ৬-সহ কিউই ব্যাটাররা নেন ১৩ রান। পঞ্চম ওভারের শুরুতেই দীপক চাহারকে একটি ৬ মারলেও পরের বলেই আউট হলেন গাপ্টিল। ষষ্ঠ ওভারে অশ্বিনের বল থেকে এল ৮ রান। 

07:27 PM (IST) Nov 19

আউট গাপ্টিল

দীপক চাহারের শরর্ট বলে আউট বলে গেলেন ভয়ঙ্কর হতে যাওযা মার্টিন গাপ্টিল। পুল মারতে গিয়ে বল তার উপরের কানায় লেগে অনেকটা উপরে উঠে গেল। দৌড়ে গিয়ে ক্যাচটি নিলেন ঋষভ পন্থ। গাপ্টিল করলেন ১৫ বলে ৩১। এর মধ্যে রয়েছে ৩টি চার এবং ভুবনেশ্বর কুমারকে মারা বিরাট ছয়।  নতুন ব্যাটার চ্যাপম্যান।

07:23 PM (IST) Nov 19

বিরাটকে পিছনে ফেললেন গাপ্টিল

বিরাটকে পিছনে ফেলে টি২০আই ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন মার্টিন গাপ্টিল।

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান:
৩২৩১ মার্টিন গাপটিল
৩২২৭ বিরাট কোহলি
৩০৮৬ রোহিত শর্মা
২৭০৮ অ্যারন ফিঞ্চ
২৫৭০ পল স্টার্লিং

07:13 PM (IST) Nov 19

দারুণ শুরু কিউইদের

 দারুণ শুরু করল কিউইরা। বিশেষ করে দুর্দান্ত ছন্দে রয়েছেন মার্টিন গাপ্টিল। ২ ওভারের মধ্যেই ৩ টি চার মেরেছেন তিনি। ইন্যদিকে মিচেলও মেরেছেন ২ টি চার। ভুবি প্রথম ওভারেই ৩টি চার সহ দেন ১৪ রান। তবে তাঁর বল সুইং করছে। দ্বিতীয ওভারে দীপক চাহার দিলেন ১০ রান। 

২ ওভার পরে স্কোর
নিউজিল্যান্ড ২৪-০
ড্যারিল মিচেল ৯(৫)

মার্টিন গাপ্টিল ১৫ (৭)

07:13 PM (IST) Nov 19

দারুণ শুরু কিউইদের

 দারুণ শুরু করল কিউইরা। বিশেষ করে দুর্দান্ত ছন্দে রয়েছেন মার্টিন গাপ্টিল। ২ ওভারের মধ্যেই ৩ টি চার মেরেছেন তিনি। ইন্যদিকে মিচেলও মেরেছেন ২ টি চার। ভুবি প্রথম ওভারেই ৩টি চার সহ দেন ১৪ রান। তবে তাঁর বল সুইং করছে। দ্বিতীয ওভারে দীপক চাহার দিলেন ১০ রান। 

07:13 PM (IST) Nov 19

দারুণ শুরু কিউইদের

 দারুণ শুরু করল কিউইরা। বিশেষ করে দুর্দান্ত ছন্দে রয়েছেন মার্টিন গাপ্টিল। ২ ওভারের মধ্যেই ৩ টি চার মেরেছেন তিনি। ইন্যদিকে মিচেলও মেরেছেন ২ টি চার। ভুবি প্রথম ওভারেই ৩টি চার সহ দেন ১৪ রান। তবে তাঁর বল সুইং করছে। দ্বিতীয ওভারে দীপক চাহার দিলেন ১০ রান। 

07:03 PM (IST) Nov 19

বোলিং আক্রমণে ওপেন করলেন ভুবনেশ্বর কুমার

কিউইদের হয়ে ব্যাটিং ওপেন করতে এলেন গাপ্টিল ও ড্যারিল মিচেল। স্ট্রাইকে নিলেন গাপ্টিল। বোলিং আক্রমণে ওপেন করলেন ভুবনেশ্বর কুমার

06:57 PM (IST) Nov 19

কিউই দলে ৩ টি পরিবর্তন

কিউই দলে হল তিনটি পরিবর্তন।প্রথম ম্যাচে অনেক বেশি রান দিয়েছিলেন স্পিনার টড অ্যাস্টল। তাঁর বদলে এদিন ব্ল্যাকক্যাপস প্রথম একাদশে এসেছেন টি২০ বিশ্বকাপ ২০২১-এ দারুণ বল করা ইশ সোধি। আর এসেছেন মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটার জেমস নিশাম এবং জোরে বোলার অ্যাডাম মিলনে। দেখে নেওয়া যাক দুই দলের এদিনের প্রথম একাদশ - 

নিউজিল্যান্ড: মার্টিন গাপ্টিল, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, টিম সেফার্ট (উইকেটরক্ষক), জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক), অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট।
 

06:56 PM (IST) Nov 19

অভিষেক হর্ষল প্যাটেলের

ভারতীয় দলে হল একটি পরিবর্তন। মহম্মদ সিরাজের জায়গায় এদিন ভারতীয় দলের হয়ে অভিষেক হচ্ছে হর্ষল প্যাটেলের।

ভারতের প্রথম একাদশ: কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল। 
 

06:55 PM (IST) Nov 19

টসে জিতল ভারত

টসে জিতলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আগে বল করার সিদ্ধান্ত নিলেন তিনি। 

06:25 PM (IST) Nov 19

শিশির হবে বড় ফ্যাক্টর

নভেম্বরের শেষে গোটা ভারতেই রাতের দিকে শিশির পড়ে। রাঁচিতেও এদিন শিশির একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। কাজেই টসে জিতলে রান তাড়া করাই সুবিধার হবে। কারণ, শিশিরে বোলারদের বল গ্রিপ করতে এবং ফিল্ডারদেরও বল ধরতে অসুবিধা হয়। 

06:25 PM (IST) Nov 19

শিশির হবে বড় ফ্যাক্টর

নভেম্বরের শেষে গোটা ভারতেই রাতের দিকে শিশির পড়ে। রাঁচিতেও এদিন শিশির একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। কাজেই টসে জিতলে রান তাড়া করাই সুবিধার হবে। কারণ, শিশিরে বোলারদের বল গ্রিপ করতে এবং ফিল্ডারদেরও বল ধরতে অসুবিধা হয়। 

06:25 PM (IST) Nov 19

শিশির হবে বড় ফ্যাক্টর

নভেম্বরের শেষে গোটা ভারতেই রাতের দিকে শিশির পড়ে। রাঁচিতেও এদিন শিশির একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। কাজেই টসে জিতলে রান তাড়া করাই সুবিধার হবে। কারণ, শিশিরে বোলারদের বল গ্রিপ করতে এবং ফিল্ডারদেরও বল ধরতে অসুবিধা হয়। 

06:24 PM (IST) Nov 19

শিশির হবে বড় ফ্যাক্টর

নভেম্বরের শেষে গোটা ভারতেই রাতের দিকে শিশির পড়ে। রাঁচিতেও এদিন শিশির একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। কাজেই টসে জিতলে রান তাড়া করাই সুবিধার হবে। কারণ, শিশিরে বোলারদের বল গ্রিপ করতে এবং ফিল্ডারদেরও বল ধরতে অসুবিধা হয়। 

06:24 PM (IST) Nov 19

শিশির হবে বড় ফ্যাক্টর

নভেম্বরের শেষে গোটা ভারতেই রাতের দিকে শিশির পড়ে। রাঁচিতেও এদিন শিশির একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। কাজেই টসে জিতলে রান তাড়া করাই সুবিধার হবে। কারণ, শিশিরে বোলারদের বল গ্রিপ করতে এবং ফিল্ডারদেরও বল ধরতে অসুবিধা হয়। 

06:24 PM (IST) Nov 19

শিশির হবে বড় ফ্যাক্টর

নভেম্বরের শেষে গোটা ভারতেই রাতের দিকে শিশির পড়ে। রাঁচিতেও এদিন শিশির একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। কাজেই টসে জিতলে রান তাড়া করাই সুবিধার হবে। কারণ, শিশিরে বোলারদের বল গ্রিপ করতে এবং ফিল্ডারদেরও বল ধরতে অসুবিধা হয়। 

06:24 PM (IST) Nov 19

শিশির হবে বড় ফ্যাক্টর

নভেম্বরের শেষে গোটা ভারতেই রাতের দিকে শিশির পড়ে। রাঁচিতেও এদিন শিশির একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। কাজেই টসে জিতলে রান তাড়া করাই সুবিধার হবে। কারণ, শিশিরে বোলারদের বল গ্রিপ করতে এবং ফিল্ডারদেরও বল ধরতে অসুবিধা হয়।  পছন্দ করবে।

06:19 PM (IST) Nov 19

ব্ল্যাকক্যাপস শিবিরে টেস্টের প্রস্তুতি

দ্বিতীয় টি২০আই ম্যাচের সকালে কিউই শিবিরে সাদা বলের পাশাপাশি দেখা গেল লাল বলও। টি২০-র সঙ্গেই চলছে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতিও। 

06:15 PM (IST) Nov 19

তৈরি রাঁচি, আর কিছুক্ষণের অপেক্ষা

দ্বিতীয় টি২০ ম্যাচে জন্য তৈরি রাঁচির মাঠ। আজই রোহিত-রাহুল জুটি জিতবে তাদের প্রথম সিরিজ? অপেক্ষা আর কিছুক্ষণের।  


More Trending News